সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্র’ব’ল তুষারপাত, আ’ট’কে হাজার খানেক যাত্রী বো’ঝা’ই গাড়ি, ঠা’ন্ডা’য় মৃ’ত্যু ২১ পর্যটকের

পাকিস্তানের হিল স্টেশন মুরি-র রাস্তায় আটকে পড়ল প্রায় ১ হাজার পর্যটকভর্তি গাড়ি। সেই তুষারেই জমে গিয়ে মৃত্যু হল ৯ শিশু-সহ ২১ পর্যটকের। পাকিস্তান সরকার পর্যটকদের উদ্ধারে সেনা নামিয়েছে। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

এক টুইটে তিনি লিখেছেন, অভাবনীয় তুষারপাত ও আবহাওয়ার খবর না নিয়েই হিল স্টেশনে যাওয়াতেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এনিয়ে তদন্তের আদেশ দিয়েছি। দুর্গতদের উদ্ধারের ব্যবস্থা করা হচ্ছে।

এই ঘটনায় পাকিস্তানের ইন্টিরিয়র মিনিস্টার শেখ রসিদ জানিয়েছেন, আটকে থাকা পর্যটকদের উদ্ধার করতে ও রাস্তা সাফ করার জন্য সেনা নামানো হয়েছে। ১৫-২০ বছর পর এবার মুরিতে বিপুল সংখ্যাক মানুষের সমাগম হয়েছিল। এর জন্যই এমন দুর্ঘটনা ঘটে গেল। পরিস্থিতির কথা মাথায় রেখে ইসলামাবাদ থেকে মুরি পর্যন্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিন প্রবল তুষারে কমপক্ষে ১০০০ গাড়ি আটকে পড়ে। আটকে থাকা লোকজনকে খাবার ও কম্বল দিয়ে সাহায্য করেছেন এলাকার মানুষজন। যারা মুরি যাওয়ার পরিকল্পান করেছিলেন তা বাতিল করা হয়েছে বলে জানা হয়ে গেছে।