সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ট্রাফিক সিগনালে জ্বলজ্বল করে উ’ঠ’বে “হার্ট” চি’হ্ন! কবে চালু হচ্ছে এই অভিনব নি’য়’ম?

ভালোবাসার প্রতীক এবার জ্বলজ্বল করবে ব্যাঙ্গালোরের সিঘন্যাল গুলোতে শুনে বিশ্বাস হচ্ছে না? সম্প্রতি ট্রাফিক সিগন্যালের ঝলক নেট মাধ্যমে দারুণ ছড়িয়ে পরেছে, যা নিমিষে ভাইরাল। মোট কথা রাজ্য বাসীদের হৃদযন্ত্র সংক্রান্ত সচেতনতা বাড়াতে এই সিদ্ধান্ত। এক বেসরকারি হাসপাতালের সাথে যুক্ত হয়ে ট্রাফিক পুলিশ এই উদ্যোগ নিতে চলেছে।

রাস্তায় লাল সিগন্যাল দেখানোর পরিবর্তে হার্ট চিহ্ন দেখানো হবে এখন। এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে হৃদ যন্ত্র নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের নানা জায়গায় ব্যানার লাগিয়ে এই সচেতনতা গড়ে তোলা হবে।

১৫ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এই হার্ট চিহ্ন ব্যবহার করা হবে শহরের মোট ২০ টি জংশনে। সামনেই যে বিশ্ব হার্ট দিবস, সেই কারণেই শহর জুড়ে চলছে এমন তোড়জোড়। সিগিন্যাল গুলোতে লাগানো হবে মাইক সেখানে বার্তা দেওয়া হবে।

আরো পড়ুন: পুরীতে গিয়ে স’র্ব’স্ব ছি’ন’তা’ই’য়ে’র শি’কা’র চুঁচুড়ার দম্পতি, ফি’রে এলেন বাড়িতে

হার্টের যত্ন নেওয়ার কথা বলা হবে। এখানেই শেষ নয় সিগন্যাল গুলোর কাছে বিশেষ ধরনের কিউ আর কোড লাগানো থাকবে সেটা স্ক্যান করে সহজেই আপনি আপনার প্রয়োজনে এ্যাম্বুলেন্সের সাথে যোগাযোগ করতে পারবেন।