সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দু’র্নী’তি ফাঁ’স করে একসময় ৭ টি গু’লি খেয়েছিলেন, আজ তিনিই UPSC পা’শ করে হচ্ছেন IAS

যখন সে মুজাফফফ্রনগরের সমাজ কল্যাণ আধিকারিক ছিলেন তখন ৮৩ কোটি টাকার কেলেঙ্কারি ফাঁস করেছিল, যার কারণে তাকে খেতে হয়েছে গুলিও। ঘটনাটি ২০০৮ সালের, সেই আলিগড়ের বাসিন্দা রিঙ্কু সিং রাহি এবার ইউ পি এস সি ২০২১ পরীক্ষায় ৬৮৩ তম স্থান দখল করেছে।

তাঁর মধ্যে আগের থেকেই বে আইনি কাজ কর্ম দমন করার শক্তি ছিল, যেটা সে এবার ইউ পি এস সি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রমাণ করেছে। তবে তাঁর এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা তেমন একটা সহজ ছিল না।

রিঙ্কুর বাবা জানিয়েছে, পরিবারের আর্থিক অবস্থা একেবারেই ভালো না। আমার সন্তানদের ইংরাজী মিডিয়াম স্কুলে পড়াতে পারি নি। সরকারি স্কুলেই রিঙ্কু পড়াশোনা করেছে।

আরো পড়ুন: TikTok ফে’র আসছে ভারতে! জল্পনা সোশ্যাল মিডিয়া জু’ড়ে

পরে ইন্টার কলেজ থেকে ইন্টার পাশ করে ও ভালো একটি নম্বর পেয়ে স্কলারশিপ পায়। সেই অর্থের সাহায্যে টাটা ইন্সটিটিউট থেকে বিটেক করে। ২০০৮ সালেই পিসি এসে নির্বাচিত হয়েছিলেন।

সেবার ২০০৮ সালে সমাজ কল্যাণ কর্ম কর্তা হিসেবে নিযুক্ত হয়। মুজাফফরনগরে তাঁর পোস্টিং হয়, সেখানেই ৮৩ কোটি টাকার কেলেঙ্কারি প্রকাশ্যে নিয়ে আসেন। যার জন্য তাকে নিতে হয় জীবনের ঝুঁকি।

যখন সমস্ত কিছু সামনে চলে আসে, তাঁর বিভাগের কর্মীরাই তাঁর শত্রু হয়ে দাঁড়ায়। ৭-৭ টি গুলি পর্যন্ত করা হয় তাকে। তাঁর ভাগ্য ভালো থাকার কারণে প্রাণে হয়তো রক্ষা পায় সে, কিন্তু তাঁর এক চোখ নষ্ট হয়ে যায়।

সময়ের সাথে সাথে বিভিন্ন জায়গায় বদলি হয়ে যান তিনি। যখন সে হাপুরে যায় তখন রাজ্য সরকারের পরিচালিত একটি সিভিল কোচিং ইন্সটিটিউটের পরিচালক হিসেবেই নিযুক্ত হন। আর সেখান থেকেই ইউ পি এস সির যাত্রা শুরু হয়।