সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দু’র্দা’ন্ত, শরীর এক কিন্তু প্রাণ দুই, সব বা’ধা কা’টি’য়ে সরকারি চাকরি পে’লে’ন যমজ ভাই

জীবনযুদ্ধে জয়ী হলেন এই দুই ভাই। পাঞ্জাবের কনজয়েনড যমজ ভাই সোহনা এবং মোহনা ভোটাধিকার পাওয়ার পর এবার সরকারি চাকরিও পলেন। পাঞ্জাবের রাজ্য বিদ্যুৎ নিগমে যমজ ভাইকে চাকরি দেওয়া হয়েছে।

তাঁদের ডেন্টাল কলেজ, অমৃতসরের কাছে পাওয়ার স্টেশনে পোস্টিং দেওয়া হয়েছে। দুজনেরই আইটিআই ডিপ্লোমা রয়েছে বলে চাকরি দেওয়া হয়েছে। সোহনা এবং মোহনা অমৃতসরের পিঙ্গলওয়াড়ার হোমে মানুষ হয়েছেন। তাঁদের দুটি হৃৎপিণ্ড, দুটি হাত, দুটি কিডনি এবং শিরদাঁড়া রয়েছে। কিন্তু শরীরে লিভার, গলব্লাডার একটি করে। পা-ও একজোড়া। একই শরীরে দুটি মাথা।

কিন্তু এত প্রতিবন্ধকতার মধ্যেও পড়াশোনা থামেনি। মেধাও যথেষ্ট তাঁদের। আইটিআই ডিপ্লোমা রয়েছে তাঁদের। দুই ভাই জানিয়েছেন, “আমরা পাঞ্জাব সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। পিঙ্গলওয়াড়াকেও ধন্যবাদ জানাই আমাদের মানুষ করার জন্য।”

দুজনেই চাকরি পেয়ে খুব খুশি। গত ২০ ডিসেম্বর থেকে কাজে যোগ দিয়েছেন তাঁরা। পিঙ্গলওয়াড়া থেকে সাপ্লাই অফিসে যাওয়ার জন্য জেলা রেড ক্রস সোসাইটি তাঁদের পরিবহনের ব্যবস্থা করেছে।কিন্তু বেতন দেওয়া হবে একজনকেই। যেহেতু তাঁদের শরীর জোড়া, তাই সোহনাকেই বেতন দেওয়া হবে। কিন্তু ভোটদানের ক্ষেত্রে দুজনই ভোট দিতে পারবেন।

এই চলতি বছরের ১৯ বছর সম্পূর্ণ হয়েছে তাঁদের। তাঁদের নাম নির্বাচন কমিশন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছে। আসন্ন পাঞ্জাব নির্বাচনে তাঁরা ভোট দিতে পারবেন।