সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দু’র্দা’ন্ত IPO বিনিয়োগের বাজারে, মা’ত্র ১০০ টা’কা’য় কিনতে পারবেন!

শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করতে এখন বহু মানুষকেই দেখা যায়। অল্প সময়ে বেশি মুনাফা অর্জন করার একটি মাধ্যম হয়ে উঠেছে এই শেয়ার বাজার। আর বর্তমানে এই শেয়ার বাজারের IPO শব্দটি খুব শোনা যাচ্ছে। বিভিন্ন সংস্থা IPO এনে বাজার থেকে অর্থ তোলার পরিকল্পনার মধ্যে লগ্নিকারীরাও চাইছেন দ্রুত তাঁদের বিনিয়োগ বাড়াতে।

আর সেই কারণেই IPO-র প্রবণতা বাড়ছে। গত কয়েকমাস ধরে একাধিক সংস্থা তাদের IPO নিয়ে হাজির হয়েছে। আর তারা যথেষ্ট লাভবান ও হয়েছে এই বিনিয়োগ করে। কিন্তু যে বিনিয়োগকারীরা এখনও IPO-তে বিনিয়োগ করেননি, তাঁদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে বিনিয়োগকারীদের কাছে আজ অর্থাৎ 24 জানুয়ারিতে একটি বাম্পার সুবিধা রয়েছে।

কারণ, ট্রান্সভয় লজিস্টিক ইন্ডিয়া লিমিটেডের IPO-র মেয়াদ শেষ হচ্ছে মঙ্গলবারই। এই SME কোম্পানিটি IPO-র জন্য প্রতি শেয়ারের প্রাইসব্র্যান্ড মূল্য নির্ধারণ করেছে 71 টাকা। তাই অনায়াসেই এই জায়গায় বিনিয়োগ করতে পারেন। কিন্তু কেউ যদি এই IPO তে বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে কিছু নিয়ম জেনে রাখা অবশ্যই জরুরি।

আরো খবর: আজ থেকে আ’রো ৫০ শহরে JIO 5G পরিষেবা চা’লু হলো, তা’লি’কা’য় বাংলার দুই শহর

কারন সঠিক তথ্য না জেনে বিনিয়োগ করলে মাসুল দিতে হতে পারে। যে গুরুত্বপূর্ন বিষয় গুলি অবশ্যই জানতে হবে তার মধ্যে অন্যতম হলো ট্রান্সভয় লজিস্টিক ইন্ডিয়া লিমিটেডের IPO-র লটের আকার হল 1600 শেয়ার৷ এই IPO-র মোট আকার রয়েছে 5.11 কোটি টাকা।

সংস্থার তরফে জানানো হয়েছে, এই IPO কেনার পর বিনিয়োগকারীদের জন্য শেয়ার বরাদ্দ হবে চলতি মাসের 30 তারিখ। অর্থাৎ বিনিয়োগকারীরা নিজের পোর্টফোলিওতে এই স্টককে দেখতে পাবেন 30 জানুয়ারি থেকেই। তবে কোম্পানির তরফে জানানো হয়েছে, এটির শেয়ার বাজারে সম্ভাব্য লিস্টেড ডেট হতে চলেছে 2 ফেব্রুয়ারি।

কোনও খুচরো বিনিয়োগকারীকে ট্রান্সভয় লজিস্টিক ইন্ডিয়া লিমিটেডের IPO-তে বিনিয়োগ করতে হলে কমপক্ষে 113,600 টাকা বিনিয়োগ করতে হবে। BSE-SME-তে এই কোম্পানির শেয়ার লিস্টেড হবে বলে জানানো হয়েছে। এছাড়াও গ্রে মার্কেটেও IPO ভালো পারফর্ম করছে।

গ্রে মার্কেটে IPO এই স্টকটি লেনদেন হয়েছে 99 টাকায়। এই প্রবণতা বজায় থাকলে কোম্পানির স্টক 100 টাকায় শেয়ার বাজারে লিস্টেড হতে পারে। অর্থাৎ শেয়ার বাজারে আসার প্রথম দিনেই 20 শতাংশ মুনাফা পেতে পারেন বিনিয়োগকারীরা। তবে লগ্নিকারীদের অবশ্যই মনে রাখতে হবে যে, বিনিয়োগের আজই শেষ দিন। এই IPO-তে বিনিয়োগ ওপেন হয়েছিল 20 জানুয়ারি।