সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এয়ার ইন্ডিয়ার জনক ব’লা চ’লে তাকেই! অজানা ত’থ্য জেনে নিন JRD Tata-র

ভারতীয় অসামরিক বিমান চলাচলের জনক জেআরডি টাটা। 1929 সালের 10 ই ফেব্রুয়ারি , এইদিন ভারত পাইলট হিসেবে পেয়েছিল এই জাহাঙ্গীর টাটাকে। যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে, ভারতে প্রথম বাণিজ্যিক টাটা এয়ারলাইন্স শুরু করেছিলেন তিনি, আর সেটাই পরবর্তীতে সরকারের অধীনে চলে আসে। এবং নামাঙ্কিত হয় এয়ার ইন্ডিয়া হিসেবে। তিনি সেই সময় প্রথম যে লাইসেন্স পেয়েছিলেন সেটা আসলে,রয়্যাল অ্যারো ক্লাব অফ গ্রেট ব্রিটেনের সহযোগিতায় ।

ভারতীয় অসামরিক বিমান চলাচলের জনক জেআরডি টাটা। 1929 সালের 10 ই ফেব্রুয়ারি , এইদিন ভারত পাইলট হিসেবে পেয়েছিল এই জাহাঙ্গীর টাটাকে। যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে, ভারতে প্রথম বাণিজ্যিক টাটা এয়ারলাইন্স শুরু করেছিলেন তিনি, আর সেটাই পরবর্তীতে সরকারের অধীনে চলে আসে। এবং নামাঙ্কিত হয় এয়ার ইন্ডিয়া হিসেবে।

তিনি সেই সময় প্রথম যে লাইসেন্স পেয়েছিলেন সেটা আসলে,রয়্যাল অ্যারো ক্লাব অফ গ্রেট ব্রিটেনের সহযোগিতায় । এই দ্য অ্যারো ক্লাব অফ ইন্ডিয়া অ্যান্ড বার্মা আবার ফেডারেশন অ্যারোনটিক ইন্টারন্যাশনালের দ্বারা একটি ক্রীড়া কর্তৃপক্ষ হিসাবে স্বীকৃত পেয়েছিল । এই সার্টিফিকেট বা লাইসেন্স সম্পর্কে বিমান বিষয়ক ঐতিহাসিকেরা জানায় তাদের মতামত।

J.R.D. Tata: The fountainhead - Independence Day Special News - Issue Date:  Aug 30, 2021

যদিও পুরুষোত্তম মেঘজিকে প্রথম ভারতীয় পাইলট হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু জেআরডি টাটা সেই সার্টিফিকেট ভারতে প্রথম বিমান চালানোর ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে। শুধু এটাই নয়, জেআরডি টাটা ছিলেন প্রথম একজন ভারতীয় যিনি এটা পাস করে সরাসরি, ফ্লাইং লাইসেন্স এর অনুমোদন পান।

আরো পড়ুন: এই প্রথম SUV আ’ন’ছে FERRARI, কেমন হ’বে লুকস?

সময়ের সাথে সাথে টাটা এয়ারলাইন্সের উন্নতিসাধন ঘটতে থাকে, মানুষ অনেকটাই আগ্রহ প্রকাশ করে এয়ারলাইন্স এর ওপর। তবে স্বাধীনতার পর এই টাটা এয়ারলাইন্সের সিংহভাগ কিনে নেয় ভারত সরকার।

JRD Tata | Tata group

তার আগে অবশ্য ভারত সরকার এয়ার কর্পোরেশন আইন পাস করে। কিন্তু ভারত সরকারের তরফ থেকে সংস্থা পরিচালনা প্রতিষ্ঠাতা হিসেবে দায়িত্বে রাখা হয় জে আরডি টাটাকে। 1977 পর্যন্ত চেয়ারম্যান পদে নিযুক্ত ছিলেন তিনি।

আরো পড়ুন: Tax দিন দি’ল খুলে ব্যবসা করুন, টেসলার মালিকের হা’তে শর্তের লি’স্ট ধরিয়ে দি’লো কেন্দ্র

কিন্তু সময় আবার সেই এয়ারলাইন্সকে ফিরিয়ে দিয়েছে টাটা সন্সের কাছে। এবার ঠিক এই পরিস্থিতিতে অসামরিক বিমান চালক এর জনককে , উদ্দেশ্য করেই শ্রদ্ধা জানাতে চাইছে সংস্থা। ইতিমধ্যেই ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস এর তরফ থেকে প্রধানমন্ত্রীকে চিঠি লেখা হয়েছে।

Tata-Air India deal: Jairam Ramesh shares Indira Gandhi's letter to JRD Tata  after he was removed as chairman | India News,The Indian Express

সেখানে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে, যতই 15 ই অক্টোবর দিনটিকে জেআরডি টাটার প্রথম ফ্লাইট এর বার্ষিকী দিনটিকে , জাতীয় বিমান চলাচল দিবস হিসেবে ঘোষণা করা হয়।