সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বু’ড়ো হচ্ছেন, মুম্বইয়ে কা’জ না পে’য়ে বাংলায় এসেছেন, ফের মিঠুনকে নিয়ে বে’ফাঁ’স ম’ন্ত’ব্য সৌগতর

মিঠুন চক্রবর্তীকে ফের কটাক্ষ করা হল তৃণমূলের পক্ষ থেকে। কিছুদিন আগেই মিঠুনের প্রজাপতি সিনেমা নিয়ে কটাক্ষ করেছিল কুণাল ঘোষ। তিনি বলেছিলেন মিঠুন চক্রবর্তী একেবারেই অভিনয় জানে না। অবশ্য এই কথা বলার পর তাকেও কটাক্ষ করা হয়েছে এমনকি মিঠুন চক্রবর্তী পালটা তাকে এলিতেলি গঙ্গারাম বলেও তোপ দেগেছেন।

কিন্তু এক প্রকার কুণাল ঘোষের পথ ধরেই তৃণমূলের সাসংদ সৌগত রায় মিঠুনকে বুড়ো বলে কটাক্ষ করলেন। তিনি বলেছেন সে বম্বেতে কাজ পায় না বলেই নাকি বাংলায় এসেছে। সাংসদের এই কথায় দারুণ বিতর্কের সৃষ্টি হয়েছে।

সামনেই পঞ্চায়েত ভোট আর সেই কারণেই এক দল আরেক দলকে আক্রমণ করতে একেবারেই ছাড়ছে না। রাজ্যজুড়ে ইতিমধ্যেই শুরু হয়েছে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি।

আরো খবর: ডিমের দা’ম উর্দ্ধমুখী, স’স্তা’য় কি কি পাবেন?

এই কর্মসূচিতে অংশগ্রহণ করেই সৌগত রায় মিঠুনকে কটাক্ষ করে বলেছেন, মিঠুন বুড়ো হয়ে গেছে, বম্বেতে কোনো কাজ পায় না বলেই সে বাংলায় এসেছে। এরপরেই আবাস যোজনার ঘর তুলেও আক্রমণ করেন তাকে।

তিনি বলেন মিঠুনের বাবার ক্ষমতা আছে ঘর তৈরী করে দেওয়ার? কত টাকা লাগে ও জানে ঘর তৈরী করতে? এই কথা বলার পরেই তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। বিজেপি নেতৃত্ব এর তীব্র নিন্দা করেছে।