সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ডিমের দা’ম উর্দ্ধমুখী, স’স্তা’য় কি কি পাবেন?

শীত পরলে নাকি সবজির দাম কমে যায়? কিন্তু এ যেনো উলট পুরাণ। কারণ সাধারণ মানুষ দারুণ ভাবে হিমশিম খাচ্ছে বাজার করতে গিয়ে। ইতিমধ্যেই বেড়ে গেছে ডিমের দাম, মাছ মাংসের কথা তো আর নতুন করে বলার কিছু নেই। শীতের দিনে ভোজন রসিক মানুষদের মনমড়া করে থাকতে হচ্ছে।

তবে এর মধ্যেও ভালো খবর হল কিছু কিছু সবজির দাম হাতের নাগালের মধ্যেই রয়েছে। শীতের নানা মরশুমি সবজি যেটা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে মানুষদের।

ছোট আলু -10 টাকা থেকে 12 টাকা কেজি
আলু (চন্দ্রমুখী ) – 20 টাকা থেকে 22 টাকা কেজিসিম – 15 টাকা থেকে 20 টাকা কেজি
বরবটি – আঁটি 10 টাকা
পেঁয়াজকলি – 40 টাকা থেকে 45 টাকা কেজি
গাজর – 40 টাকা কেজি
পেঁয়াজ – 30 টাকা থেকে 35 টাকা কেজি
পেঁপে – 10 টাকা কেজি
লেবু – 2 টাকা পিস

আরো খবর: সরস্বতী পুজোর এবছরের থিম পার্থ-অর্পিতা, কোন মণ্ডপে দেখবেন?

পালং শাক – 10 টাকা আঁটি
লাল শাক -8 টাকা আঁটি
এবার আসা যাক মাছের হিসেবে
ভোলা – 250 টাকা কেজি (মাঝারি আকার)

কই – 400 টাকা কেজি
শোল – 350 টাকা কেজি
ট্যাংরা – 200 টাকা কেজি (ছোট)

রুই – 180 টাকা থেকে 210 টাকা কেজি (গোটা)
রুই – 220 টাকা থেকে 240 টাকা কেজি (কাটা)
কাতলা – 350 টাকা কেজি থেকে দাম শুরু

ডিমের দাম প্রতি পিস ৭ টাকা
চিকেন ২০০ টাকা কেজি, গোটা মুরগি ১৩৫-১৪২ টাকা কেজি
মটন ৬৯০ টাকা থেকে ৭৫০ টাকা।