সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শরীরের ভাঁ’জে ভাঁ’জে কি কা’লো দা’গ রয়েছে? একদম অবহেলা ন’য়! হতে পারে অন্যকিছু

অনেকের শরীরে জায়গায় জায়গায় ময়লা জমে যাওয়ার মতো কালো দাগ হয়ে থাকে। গলা বা ঘাড়ের কাছে, কুঁচকিতে অথবা বগলে বা হাতের কনুইয়ের কাছে যদি দীর্ঘদিন ধরে এমন নোংরা জমে আছে বলে মনে হয় তাহলে কিন্তু অবহেলা করবেন না। কারণ এটা এক ধরনের ত্বকের সমস্যা। এর থেকে হতে পারে ক্যান্সার।

এই ধরনের ত্বকের সমস্যাকে বলা হয় অ্যাকান্থোসিস নিগ্রিকানস। এই অসুখের ফলে শরীরের যে যে স্থানে খাঁজ বা ভাঁজ আছে সেখানে কালো অংশ চোখে পড়ে। শরীরের সেই অংশের চামড়া মোটা হয়ে যায়। চামড়া স্তর জমে জমে কালো হয়ে যায়। গলা, হাতের আঙ্গুল এবং পায়ের আঙ্গুলের মাথার চামড়া পুরু হয়ে যায়।

বয়স কালে বা অল্প বয়সে এমন সমস্যা চোখে পড়ে। এই সমস্যা হতে পারে বংশগত। যাদের ওজন বেশি তারা সাধারণত এমন সমস্যায় অন্তর্ভুক্ত হন। শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে এই সমস্যা দেখা দিতে পারে। যাদের ত্বকে এমন সমস্যা থাকে ভবিষ্যতে রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকে। দীর্ঘদিন কিছু ওষুধ খেলে এমনটা হতে পারে। হরমোনাল ইমব্যালেন্সের কারণে, শরীরের অভ্যন্তরীণ ক্যান্সার থাকলে এই লক্ষণ প্রকাশ পায়।

এই রোগের হাত থেকে মুক্তি পেতে হলে বেশি ওজন থাকলে কমাতে হবে। ডায়েট মেনে খেতে হবে এবং এক্সারসাইজ করতে হবে। কোনও ওষুধের প্রভাবে যদি সমস্যা দেখা দেয় তাহলে সেই ওষুধ তৎক্ষণাৎ বন্ধ করে দিতে হবে। বিশেষত স্টেরয়েড জাতীয় ওষুধ এড়িয়ে চলতে হবে। এছাড়াও এই রোগের ক্ষেত্রে ত্বকে লাগানোর জন্য ওষুধ পাওয়া যায়। সেগুলি নিয়মিত লাগাতে হবে।