সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রায় ৮০ শতাংশ ট্রেনই ব’ন্ধ, বর্ধমান যেতে কোন কোন ট্রেন ভ’র’সা?

বেশ কয়েকদিন ধরে চলছে রেলের কাজ। কোথাও স্টেশনের সংস্কার আবার কোথাও কর্ড লাইন নির্মাণ যার কারনে পূর্ব ভারতের বিভিন্ন লাইনে বন্ধ রয়েছে ট্রেন। আর লোকাল ট্রেন বন্ধ থাকায় রীতিমতো সমস্যায় পড়েছেন সাধারণ যাত্রীরা। বর্ধমান স্টেশনের কাছে পুরনো ওভারব্রিজ ভেঙে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ছটা পর্যন্ত বর্ধমান হাওড়া শাখার সমস্ত লোকাল ট্রেন বন্ধ থাকবে এই মর্মে বিবৃতি দিয়ে জানিয়েছিল পূর্ব রেল। ৫ই ফেব্রুয়ারি এই কাজের জন্য গোটা দিন ট্রেন বন্ধ ছিল। বর্ধমান আসানসোল এবং বর্ধমান রামপুরহাট রেললাইনে কয়েকটি মাত্র লোকাল ট্রেন চলছে। কিছু মেল এবং এক্সপ্রেস ট্রেন বন্ধ করা হয়েছে।

কয়েকটি ট্রেনকে আবার অভিমুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে। ৯ ফেব্রুয়ারি শক্তিগড় মশাগ্রাম স্টেশন থেকে হাতেগোনা কয়েকটি ট্রেন হাওড়া যাতায়াত করছে সেগুলি আবার স্পেশাল। আবার কিছু কিছু ট্রেনের যাত্রা সংকুচিত করা হয়েছে। প্রধান লাইনের জন্য শক্তিগড় পর্যন্ত রয়েছে কয়েকটি স্পেশাল ট্রেন। আর কর্ড লাইনের জন্য মশাগ্রাম পর্যন্ত কয়টি ট্রেন বরাদ্দ করা হয়েছে।

আরো খবর: কোর্টের হস্ত’ক্ষে’পে চাকরি গিয়েছে? পুঁজি ছাড়াই এই ব্যবসা গু’লো শু’রু করতে পারেন!

ভোরের দিকে বর্ধমান স্টেশনের পাশে পুরনো ওভার ব্রিজের পরিকাঠামো তুলে দেওয়া হয়। এক ও দুই নম্বর প্লাটফর্মের উপরে এখন চলছে সংস্কার এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। গতকাল মাঝরাত থেকে ব্লক নেওয়া শুরু হয়েছে বর্ধমান স্টেশনে। ১৯৩০ সালে তৈরি হয়েছিল এই পুরনো ওভারব্রিজ ব্রিটিশ আমলের এই ব্রিজ এখন ক্ষয়প্রাপ্ত।

এর আগে বাস্তুকাররা ঘোষণা করেছিলেন এই ব্রিজের উপর দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ করতে হবে। আর সেই কারণেই দুর্ঘটনা এড়াতেই যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ। কিন্তু সমস্যায় পড়েছেন যাত্রীরা তারা জানান এভাবেই দিনের পর দিন ট্রেন বাতিলের ঘটনা ঘটছে।

সমস্যায় পড়তে হচ্ছে তাদের। তারা যথেষ্ট দুর্ভোগের মধ্যে রয়েছেন। এদিকে আগামি একুশে ফেব্রুয়ারি পর্যন্ত বেশ কিছু লোকাল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। তাই ভোগান্তির দিন এখনো গুনতে হবে নিত্য যাত্রীদের।