সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কোর্টের হস্ত’ক্ষে’পে চাকরি গিয়েছে? পুঁজি ছাড়াই এই ব্যবসা গু’লো শু’রু করতে পারেন!

বর্তমানে ইউরোপের আকাশে চিন্তার মেঘ ঘনিয়েছে, বর্তমানে দেখা যাচ্ছে ইউরোপের বিভিন্ন সংস্থা তাদের কর্মী ছাঁটাই করে দিচ্ছে। যার কারনেই একেবারে পথে বসে গেছে কর্মীরা, তাদের পরিবারের মুখে খাবার তুলে দিবে কিভাবে সেই নিয়ে দারুণ চিন্তায় তারা। কিভাবে চলবে সংসার? কিভাবে রুজি রুটি চলবে?

চিন্তা নেই এই সময়কে কাজে লাগিয়ে নতুন ব্যবসা করার উদ্যোগ দিচ্ছে বিশেষজ্ঞরা। বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে পুজি দরকার, কিন্তু সেই পুঁজি ছাড়াও ব্যবসা করা সম্ভব। ধরুন আপনি মোবাইল সারাই করতে পারেন, আপনার দক্ষতাই আপনার পুঁজি। তাহলে দক্ষতাকেই আপনি আপনার ব্যবসায়িক রূপ দিতে পারবেন।

অনেক ওয়েবসাইট রয়েছে যারা কিনা অনলাইনে এর মাধ্যমে সার্ভে পরিচালনা করে থাকে। বিভিন্ন ধরনের পণ্য ও পরিষেবা সম্পর্কে সাধারণ মানুষের মতামত গ্রহণ করে।নতুন কোনও পোশাক, প্রসাধনী, ব্ল্যাঙ্কেট, ওয়াশিং লিকুইড ইত্যাদির উপর সার্ভে করতে হয়।

আরো খবর: আবাস যোজনার টা’কা ব্যাংকে ঢুক’তেই স্বামীকে ছে’ড়ে প্রেমিকদের নিয়ে চ’ম্প’ট দিলেন ৪ গৃহবধূ

তবে মাথায় রাখতে হবে এরকম অনেক স্ক্যাম ওয়েবসাইট রয়েছে তাই ব্যবসায় নামার আগে সতর্ক থাকতে হবে। প্রথমেই বলা হলো দক্ষতাই আপনার পুঁজি, বর্তমানে ফটোগ্রাফির দিকে মানুষের ঝোঁক প্রচন্ড। বিভিন্ন বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ির সব জায়গাতেই আজকাল ফটোগ্রাফারের চাহিদা রয়েছে।

তাই আপনি এই ব্যবসা সহজেই শুরু করতে পারবেন। ইন্টারনেট যতদিন আছে ব্লগারদের চাহিদাও ততদিন আছে। তাই লিখে রোজগার করার মতো ভালো রাস্তা আর হয়না। অনেকেই ব্লগিংকে নিজের জীবিকা হিসেবে বেছে নিয়েছে। তবে ব্লগিং থেকে অর্থ উপার্জন করার জন্য প্রচুর সংখ্যায় পাঠক আপনাকে আনতে হবে।