Home দেশ উত্তরবঙ্গের মানুষ হবেন লাভবান, বুধবার থেকে চ’ল’বে একাধিক দূরপাল্লার ট্রেন, রইলো সূচি...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উত্তরবঙ্গের মানুষ হবেন লাভবান, বুধবার থেকে চ’ল’বে একাধিক দূরপাল্লার ট্রেন, রইলো সূচি ও তা’লি’কা

যাত্রীদের সুবিধার জন্য বুধবার থেকে একাধিক ট্রেনের পরিষেবা শুরু করতে চলেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। স্বল্প দূরত্বে যে যাত্রীরা যাতায়াত করবেন, তাদের জন্য এই পরিষেবা চালু করতে চলেছেন রেলওয়ে কর্তৃপক্ষ। এই ট্রেন গুলির মধ্যে রয়েছে দুটি পাসেঞ্জার ট্রেন এবং এটি এক্সপ্রেস ট্রেন। এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ ভীষণ ভাবে লাভবান হবেন।

একনজরে দেখে নিন সেই ট্রেনের তালিকা –

১) ০৫৭০৩/০৫৭০৪ নিউ জলপাইগুড়ি-নিউ বঙ্গাইগাঁও-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস স্পেশাল: আগামী ২০ অক্টোবর থেকে নিউ জলপাইগুড়ি-নিউ বঙ্গাইগাঁও ট্রেনের যাত্রা শুরু হবে। প্রতিদিন সকাল ৭ টা ৩০ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে। নিউ বঙ্গাইগাঁওয়ে পৌঁছাবে দুপুর ৩ টে ৩০ মিনিটে।

আগামী ২১ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে নিউ বঙ্গাইগাঁও-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস স্পেশালের পরিষেবা শুরু হবে। প্রতিদিন সকাল ৭ টা ৫ মিনিটে নিউ বঙ্গাইগাঁও থেকে ছাড়বে। নিউ জলপাইগুড়িতে পৌঁছাবে বিকেল ৪ টে ১৫ মিনিটে।

এই ট্রেন যাত্রা পথে জলপাইগুড়ি রোড, নিউ দোমোহানি, বেতগারা, ধূপগুড়ি, নিউ ময়নাগুড়ি, অলটাগ্রাম, খালাইগ্রাম, ফালাকাটা, ঘোকসাডাঙা, নিউ বানেশ্বর, শামুকতলা রোড, শালবাড়ি, গুমানি হাট, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, কামাখ্যাগুড়ি, শ্রীরামপুর, ছাউতারা, কোকরাঝাড়, জরাই, গোঁসাইগাঁও হাট, ফকিরাগ্রাম জংশন, সালাকাটি, বাসুগাঁও স্টেশনে দাঁড়াবে।

২) ০৫৮১৯/০৫৮২০ ডেকারগাঁও-ভালুকপুং-ডেকারগাঁও প্যাসেঞ্জার স্পেশাল: সপ্তাহে পাঁচদিন অর্থাত্‍ সোমবার, মঙ্গলবার, বুধবার, শুক্রবার এবং শনিবার চলবে ট্রেন। বৃহস্পতিবার এবং রবিবার ট্রেন চলবে না। বুধবার থেকে শুরু হচ্ছে পরিষেবা।

সপ্তাহে পাঁচদিন সকালে ১১ টা ১৫ মিনিটে ডেকারগাঁও থেকে ট্রেন ছাড়বে। ভালুকপুঙে পৌঁছাবে দুপুর ১ টা ২০ মিনিটে। ফিরতি পথে ভালুকপুং থেকে দুপর ২ টো ২০ মিনিটে ট্রেন ছাড়বে। ডেকারগাঁওয়ে পৌঁছাবে বিকেল ৪ টা ১৫ মিনিটে।

৩) ০৫৮২১/০৫৮২২ রঙিয়া-ডেকারগাঁও-রঙিয়া প্যাসেঞ্জার স্পেশাল : বুধবার থেকে শুরু হচ্ছে পরিষেবা। রোজ চলবে এই ট্রেন। সকাল ৬ টা ২০ মিনিটে রঙিয়া-ডেকারগাঁও প্যাসেঞ্জার স্পেশাল ছাড়বে। তা ডেকারগাঁওয়ে পৌঁছাবে সকাল ১০ টা ৪৫ মিনিটে। ফিরতি পথে ডেকারগাঁও থেকে ট্রেন ছাড়বে বিকেল ৪ টে ৪৫ মিনিটে। রাত ৯ টা ৪০ মিনিটে রঙিয়ায় পৌঁছাবে।