সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আবেদন অনুযায়ী বিভিন্ন স্কুলে পা’ঠা’নো হবে প’র্যা’প্ত ভ্যা’ক’সি’ন: ফিরহাদ হাকিম

গতকাল সোমবার থেকেই শুরু হয়ে গেল ১২-১৪ বছরের শিশুদের টিকাকরকণ। চেতল গার্লস হাইস্কুলের ছাত্রীদের টিকাকরণ করা হয়। ফিরহাদ হাকিম নিজে দাঁড়িয়ে থেকে কয়েকজন শিশুর টিকাকরণ করান তিনি।

আগের থেকেই বলা হয়েছিল আর ঠিক সেই হিসেবেই আধার কার্ড ও বিদ্যালয়ের পরিচয় পত্র নিয়ে পৌঁছায় তারা।লাইন দিয়ে টিকা নেওয়া শুরু হয়।

তবে তাদের প্রথম এই টিকা, যা নিয়ে যেমন উন্মাদনা ছিল তার সাথে ছিল ভয়। শিক্ষকদের সাহস যোগাতেও দেখা গেল। অবশ্য সব কিছু মিটেছে ভালোভাবেই।

আরো পড়ুন: এক লা’ফে হাফ সেঞ্চুরি হাঁ’কি’য়ে দি’লো রান্নার গ্যাস, জেনে নিন সিলিন্ডারের নতুন দা’ম

সপ্তম শ্রেণীর একজন ছাত্রী তার টিকা নেওয়ার অভিজ্ঞতা জানায়, সে বলে অনেকটাই ভয় পেয়েছিলাম‌ , ব্যাথা পাবো এটাও ভেবেছিলাম। কিন্তু তেমন কিছুই হয়নি। তবে একদিকে খুশি লাগছে আমাদের আর করোনা হবে না।

এই টিকাকরণ নিয়ে অবশ্য ফিরহাদ জানায়,কলকাতা পুরসভা কে দায়িত্ব দেওয়া হয়েছে । সরকারের তরফ থেকে ১২ বছরের ঊর্ধ্বে সমস্ত ছাত্র ছাত্রীদের টিকা দেওয়ার ব্যবস্হা গ্রহণ করতে বলা হয়েছে।

এবার সেই কথামতোই টিকা পৌঁছে দেওয়া হবে টিকা স্কুলে স্কুলে। এখনও পর্যন্ত ৩৭ টি কেন্দ্রে টিকাকরণ চলছে।দরকার পরলে আরও স্কুলে টিকাকরণ চালু করা হবে।

টিকাকরণে কোনোরকম গাফিলতি যাতে না হয়, তার জন্য জেলা, মহকুমা, পুরসভা, ব্লক স্তরে স্কুলশিক্ষা দফতরকে নিয়ে ইতিমধ্যে একটি কমিটি গঠন হয়েছে।