সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গান্ধীজির ছ’বি টাকার উপর উ’ল্টো ক’রে ছা’পা কোনোদিন ল’ক্ষ্য করেছেন? তবে আসল ছবিটি কে’ম’ন ছিল?

পুরনো 100 টাকার নোটে গান্ধীজিকে ডান দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। তবে নতুন 100 টাকার নোটে গান্ধীজী বা দিকে তাকিয়ে রয়েছেন। আসলে যে ছবি থেকে গান্ধীজীর মুখ তুলে টাকাতে ছাপানো হয়েছিল সেখানে কিন্তু মোহনদাস করমচাঁদ গান্ধী বাম দিকেই তাকিয়ে ছিলেন। এই ছবিটি তোলা হয়েছিল স্বাধীনতার ঠিক আগের বছরে।

1946 সালে দিল্লিতে ভাইসরয় হাউসে গান্ধীজির সঙ্গে ব্রিটিশ রাজনীতিক লর্ড ফ্রেডরিক উইলিয়াম পেথিক লরেন্সের ছবিটি তোলা হয়েছিল। স্বাধীন ভারতে প্রথম দিকে অবশ্য নোটে গান্ধীজীর ছবি ছিল না। 1987 সালে প্রথম 500 টাকার নোটে গান্ধীজীর ছবি ছাপানো হয়েছিল।

এরপর 1996 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মহাত্মা গান্ধী সিরিজ প্রকাশ করেছিল। এরপর পাঁচ, দশ, কুড়ি, পঞ্চাশ, একশো, পাঁচশো, হাজার টাকার নোটে গান্ধীজীর ছবি ছাপানো হতে থাকে।

When did Mahatma Gandhi first appear on currency note?- The New Indian  Express

2016 সালে নোট বাতিলের পর যে ছবিগুলি ছাপানো হয়েছে সেখানে গান্ধীজীর ছবি সোজাই রয়েছে। এখনকার নতুন দশ, কুড়ি, পঞ্চাশ, একশো, দুশো পাঁচশো, দুই হাজারের নোটে গান্ধীজীর মুখ সোজা দিকেই রয়েছে।