সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অর্শ স’ম’স্যা নিয়ে বেসরকারি হাসপাতালের কর্ণধারকে ডে’কে পা’ঠা’লে’ন অনুব্রত, চাইছেন অপারেশন

অনুব্রত মণ্ডল কে বুধবার সকাল ১১টার সময় হাজিরা দিতে বলেছিল CBI । কিন্তু সেই অসুস্থতার কথা জানিয়ে আজও হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল। আইনজীবী মারফত নিজামপ্যালেসে চিঠি পাঠিয়েছেন কেষ্ট।

তাতে বোলপুরের মহকুমা চিকিৎসকের দেওয়া পরামর্শের কথা উল্লেখ করেছেন তিনি। গতকাল বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক তাঁকে বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছিলেন। এবার বোলপুরের এক বেসরকারি হাসপাতালের দ্বারস্থ হলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

অর্শ এবং ফিশচুলার সমস্যার সমাধান করতে অনুব্রত অস্ত্রোপচার করানোর আর্জি জানিয়েছেন বোলপুরের একটি বেসরকারি হাসপাতালের কর্ণধারের কাছে।বুধবার শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ নামে ওই বেসরকারি হাসপাতালের কর্ণধার মলয় পীঠকে বাড়িতে ডেকে পাঠান অনুব্রত।

আরো পড়ুন: উত্তরবঙ্গ ব’ঞ্চি’ত বললেই সামাজিক ব’য়’ক’ট হবে: উদয়ন গুহ

এদিন বেলা ১২টার কিছু পরে মলয় পৌঁছন অনুব্রতর বাড়িতে। আধ ঘণ্টা সেখানে ছিলেন তিনি। পরে মলয় বলেন, ওঁর একটি অস্ত্রোপচার করানোর আছে। তাই আমার কাছে জানতে চাইছিলেন, মেডিক্যাল কলেজে সেই ধরনের চিকিৎসক আছেন কি না।

তা হলে উনি দেখাবেন। এই অস্ত্রোপচার কোথায় করলে ভাল হবে, তাড়াতাড়ি করাতে হবে, এই সব বিষয় উনি জানতে চাইছিলেন। আমি ওঁকে বলেছি, এটা ডাক্তারির বিষয়। আলোচনা করছি।