সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্বাধীনতা দিবসের ২ দিন আগেই বাড়িতে টা’ঙি’য়ে রাখুন জাতীয় পতাকা, দেশবাসীর কা’ছে আ’র্জি প্রধানমন্ত্রীর

চলতি বছরের স্বাধীনতা দিবস পালনের ক্ষেত্রে একটি নতুন কর্মসূচি পালনের কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার তিনি একটি টুইটারের মাধ্যমে সকলকে এই বার্তা দিয়েছেন। তাঁর বার্তা “হার ঘর তিরাঙ্গা”।

তিনি সকলের কাছে আর্জি জানিয়েছেন যে, স্বাধীনতা দিবসের দুদিন আগে থেকে প্রত্যেকের বাড়িতে যেন দেশের পতাকা উত্তোলন করা হয়। আজকের দিনে অর্থাৎ ১৯৪৭ সালের ২২ শে জুলাই যেদিন দেশের জাতীয় পতাকা কি রকম হবে সেটাই বাছাই করা হয়েছিল,সেই কারণেই এই শুভদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর এই বার্তা জনসাধারণের উদ্দেশে দিলেন।

তিনি টুইট করে সেখানে জনসাধারণকে উদ্দেশ্য করে লেখেন, “২২ শে জুলাইতে আমাদের দেশের নতুন ইতিহাস গড়েছিল।১৯৪৭ সালে আজকের দিনে ভারতের জাতীয় পতাকা কি হবে সেটাই বেছে নেওয়া হয়েছিল। পন্ডিত জহরলাল নেহেরুর হাতেই এই পতাকা প্রথমবারের মতো উত্তোলন হয়েছিল”।

আরো পড়ুন: ভাইপোকে মে’রে রান্নাঘরে লুকিয়ে রেখেছিলো পিসি! র’হ’স্যে’র সমাধান করলো পুলিশ

এর পরে তিনি আরেকটি টুইট করেছিলেন যেখানে তিনি লেখেন,” চলতি বছরটাকে আমরা আজাদী কা অমৃত মহোৎসব বলে চিহ্নিত করেছি। আসুন এই উপলক্ষে আমরা সকলেই নিজেদের সঙ্গে প্রত্যেকের সম্পর্ককে আরও অটুট করি, ১৩ থেকে ১৫ ই আগস্ট এর মধ্যে আমরা প্রত্যেকেই নিজেদের নিজেদের বাড়িতে দেশের পতাকাকে উত্তোলন করি।


এই কার্যের মাধ্যমে আমাদের প্রত্যেকের সঙ্গে জাতীয় পতাকার একটি নিবিড় সম্পর্ক তৈরি হবে”। খবর সূত্রে জানা গেছে মোদি সরকারের পরিকল্পনা ১৩,১৪,১৫ ই আগস্টে স্বেচ্ছাসেবী সংস্থা দপ্তর, সরকারি ভবন, শপিং মল, থানা, রেস্তোরাঁ সমস্ত জায়গাতেই উওোলন করা হবে জাতীয় পতাকা।

একটি সংবাদমাধ্যমের তরফ থেকে জানা গেছে যে, বিভিন্ন সরকারি ওয়েবসাইটে জাতীয় পতাকার ছবি দেখা যাবে শুক্রবার থেকে। মোদিজীর আবেদন যেন প্রত্যেক ভারতীয় নাগরিকরা তাদের সোশ্যাল মিডিয়াতেও এই কটাদিন জাতীয় পতাকার ছবি রাখেন।