সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Bisleri-কে কি’নে নি’চ্ছে টাটা, ব’ড় ব’য়া’ন দিলেন মালিক

বিসলারি ইন্টারন্যাশনাল কে অধিগ্রহণ করতে চলেছে টাটা কনজিউমার প্রোডাক্ট লিমিটেড। প্রায় সাত হাজার কোটি টাকার বিনিময়ে এই চুক্তি হতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী, বিসলারি ইন্টারন্যাশনাল কোম্পানির চেয়ারম্যান রমেশ চৌহান উত্তরসূরীর অভাবের কারণে এই ব্যবসাটি আর এগিয়ে নিয়ে যেতে পারছেন না তাই এমন সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছেন তিনি। এর আগেও রমেশ থামস আপ, গোল্ড স্পট এবং লিমকার মত সংস্থাগুলি কোকো কলার কাছে বিক্রি করে দিয়েছেন।

ভারতের বৃহত্তম প্যাকেট যাতে জলের সংস্থা বিসলারি ২০২৩ সাল থেকে প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকার ব্যবসা করবে বলে অনুমান করা হচ্ছে। এর মধ্যে ২২০ কোটি টাকা লাভও করবে এই কোম্পানি এমনটাই অনুমান করা হচ্ছে। সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারের রমেশ জানিয়েছেন, বিসলারি সংস্থাটি বিক্রির সিদ্ধান্ত বড়ই কঠিন কিন্তু আমি জানি টাটা গ্রুপ এই সংস্থার আরো বেশি খেয়াল রাখতে পারবে।

চৌহান আরো বলেছেন, আমি জানিনা যে আমি এই টাকা দিয়ে কি করবো তবে এই সিদ্ধান্ত আমাকে নিতেই হত। শুধুমাত্র টাকার জন্য নয়, আমি এমন একটি সংস্থা খুজছিলাম যারা আমার সংস্থার দেখাশোনা করবে ঠিক আমার মত। এই ব্যবসাটি আমি অনেক আবেগের সঙ্গে পরিচালনা করেছি এবং আমার কর্মীরাও সমান আবেগ এবং উৎসাহ নিয়ে এতদিন ধরে কাজ করে চলেছে।

আরো খবর: বি’রা’ট ব্যা’পা’র! HDFC-র মিউচুয়াল ফা’ন্ড দি’চ্ছে অবিশ্বাস্য রিটার্ন, আ’জই করুন বি’নি’য়ো’গ

বিচারই সংস্থা বিক্রি করার পর রমেশ পরিবেশ রক্ষা এবং জনসেবামূলক কাজের যোগদান এবং বিনিয়োগ করবেন বলে জানা গেছে। জল সংরক্ষণ প্লাস্টিকের পুনর্ব্যবহার এবং দরিদ্রদের চিকিৎসার জন্য তিনি এই অর্থের কিছুটা দান করবেন বলে ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।