সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অবাঙালি হলেও বাংলা সিরিয়ালের জনপ্রিয় মু’খ এরাই, চিনে নিন ৪ তারকাকে

আগেকারদিনে থিয়েটার এবং তারপর বাংলা সিনেমা এসবই ছিল বিনোদনের জগৎ। কিন্তু বেশ কিছু বছর হলো এখন এরকম অনেক চ্যানেল আমরা পাচ্ছি টিভিতে যেখানে নানারকম সিরিয়াল হচ্ছে। ধারাবাহিক ভাবে চলছে সেগুলো। আর ঘরে বসে রোজকার নিয়মে এই এপিসোডগুলো সাধারণ মানুষের কাছে খুব উপভোগ্য হয়ে উঠেছে।  সিনেমা ছেড়ে আজকাল সিরিয়াল দেখতে পছন্দ করেন বহু মানুষে।

আর এই সিরিয়ালে যারা অভিনয় করেন তারা কোনো সিনেমা আর্টিস্ট এর থেকে কিছু কম যান না। অভিনয়ের পাশাপাশি কেউ হয়তো দারুন নাচ করে, কেউ গান করে তাদের সকলেরই বেশ দক্ষতা আছে বলে দেখা যায়। পড়াশোনাতেও কেউ কেউ দারুন। নানা প্রফেশনের মানুষ সিরিয়াল করছেন আজকাল। এছাড়াও আরেকটা জিনিস যেটা চোখে পড়ে সেটা হলো শুধু বাঙালিই নয় অনেক তারকা আছে যারা অবাঙালি। অথচ এদের ভাষা এত পরিষ্কার, এত সুন্দর বাংলা বলেন যে বোঝার উপায় থাকে না এরা আদৌ অবাঙালি। তেমনই কিছু অভিনেতারা হলেন যথাক্রমে –

১. ঋষি কৌশিক :- বাংলা টেলিভিশনের অন্যতম হার্ট থ্রব অভিনেতা ঋষি কৌশিকও বাঙালি পরিবারের সন্তান নন। অসমের তেজপুরে একটি অবাঙালি পরিবারে তার জন্ম হয়েছিল। স্টারজলসার শুরুর দিকে ” এখানে আকাশ নীল” নামক একটি সিরিয়াল করেন ইনি। এই সিরিয়াল এতটাই জনপ্রিয় হয়েছিল যে সেই সিরিয়ালের দেওয়া নাম উজান নামেই বেশিরভাগ চিনত তাকে। মেয়েরা তো বিশাল ফ্যান এই অভিনেতার। যেমন গুডলুকিং, তেমন স্পিকিং কোয়ালিটি। সবই তার খুবই দক্ষ। এছাড়াও ‘ইষ্টিকুটুম’ এর সাংবাদিক অর্চিষ্মান। এই চরিত্রটিও সমান জনপ্রিয়টা পেয়েছিল।তাই সব চরিত্রেই দারুন জনপ্রিয় নায়ক হয়ে উঠেছে ঋষি কৌশিক।

আরো পড়ুন: এবছর পুজো কমিটিগুলোকে ৬০ হাজার টা’কা অনুদান, দেওয়া হবে বিদ্যুৎ বি’লে ছা’ড়

২. ভরত কল :- ইনি আদতে একজন কাশ্মীরি পন্ডিত। এনাকে বেশিরভাগ নেগেটিভ চরিত্রকরতেই বেশি দেখে থাকি আমরা সবাই। বাংলা বিনোদনের দুনিয়ার সঙ্গে তার সংযোগ প্রায় ৩০ বছরের পুরনো। বাংলা টেলিভিশন ছাড়াও একাধিক বাংলা সিনেমাতে তিনি অভিনয় করেছেন। বাংলাটা তিনি ভালই বলতে পারলেও বাংলা লিখতে কিংবা পড়তে পারেন না। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের সম্পর্কে এমনটাই বলেছিলেন ভরত কল।

৩. হানি বাফনা :- হানি বাফনা নামটিও বেশ পরিচিত একটি নাম বাংলা সিরিয়াল জগতে। যথেষ্ট হ্যান্ডসাম তিনি এবং বাংলাও বলেন সাবলীল ভাবেই। তার জন্ম কলকাতাতেই হয়েছে। আপাদমস্তক তাকে দেখলে বাঙালি বলে মনে হলেও তিনি আদতে মারোয়ারী জৈন পরিবারের সন্তান। এনি স্টার জলসা ও জি বাংলা দুটো চ্যানেলেই কাজ করেছেন এবং জনপ্রিয়তাও পেয়েছেন। তাঁর অভিনীত সিরিয়ালগুলো হলো বকুল কথা’, ‘প্রথমা কাদম্বিনী’ এবং ‘গ্রামের রানী বীণাপাণি’।

৪. ক্রুশল আহুজা :- ইনিও যথেষ্ট জনপ্রিয় মহিলা মহলে। জি বাংলার ধারাবাহিক ‘কি করে বলবো তোমায় ‘ এর অ্যাংরি লুকস সকলের মন কেড়েছে। এছাড়াও ‘ রানু পেলো লটারি’ – তেও অভিনয় করেছেন তিনি। তবে শুনলে অবাক লাগবে ইনি নাকি উত্তরপ্রদেশের বাসিন্দা। তার বাবা রাজ দে আহুজা একজন ডাক্তার। সেই সুবাদে কলকাতায় বড় হয়ে উঠেছেন ক্রুশল। তবে শুধু বাংলা টেলিভিশনেই নয় পাশাপাশি হিন্দি টেলিভিশনেও অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। দুই জায়গাতেই অভিনয় করছেন বর্তমানে।