সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সরকারি কর্মচারীরা বিনামূল্যে তেজসে ট্র্যা’ভে’ল করবে! বি’রা’ট সি’দ্ধা’ন্ত কেন্দ্রের

কেন্দ্রীয় সরকারী কর্মীদের জন্য দারুণ খবর শোনালো কেন্দ্রীয় সরকার। এবার থেকে কেন্দ্রীয় সরকারী কর্মীরা বিনামূল্যে তেজস ট্রেনে সফর করতে পারবে, তবে হ্যা সব সফরে এই ছাড় মিলবে না, কেবলমাত্র যখন অফিশিয়াল ট্যুরে যাবে তখনই দেওয়া হবে এই ছাড়। এটি ভারতের একটি সেমি স্পিড ট্রেন, এই ট্রেনের কোচের সাথে রাজধানীর কোচের মিল রয়েছে কারণ রাজধানীর কোচগুলিকে তেজসের কোচ দিয়ে বদল করা হয়েছে।

গত সোমবার এই খবর পাওয়া গেছে আর সেখানেই জানানো হয়েছে অর্থমন্ত্রকের তরফ থেকে। সেখান থেকে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে আর সেখানেই জানা গেছে সরকারী কর্মীদের তেজস ট্রেনে যাতায়াতে ছাড় দেওয়ার কথা। তবে এটা মাথায় রাখগতেই হবে সরকারী কর্মীরা যে নিজেদের মতো তেজসে বিনামূল্যে ঘুরতে পারবে সফর করতে পারবে সেটা কিন্তু নয় একেবারেই।

কেবলমাত্র সরকারী কাজের ক্ষেত্রে যে সফর হবে তখনই এই ছাড় দেওয়া হবে। তবে বিনামূল্যে ঘোরার সুবিধা রেলের উল্লিখিত নিয়ম অনুযায়ী ট্যুর, ট্রেনিং ট্রান্সফার ও রিটায়ারমেন্টের জন্যই দেওয়া হবে। দেশের মধ্যে যে প্রিমিয়াম ট্রেন গুলো রয়েছে তাদের তালিকায় তেজসকে যুক্ত করা হয়েছে।

আরো পড়ুন: এই মন্দিরে নেই কো’নো দেবতা, পুজো ক’রা হয় বাইককে!

সেই বিজ্ঞপ্তি গত সোমবার সরকারের তরফ থকে প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারী কর্মীরা বিনামূল্যে সেই ট্রেনে সফর করতে পারবে তার সাথে রাজধানী, শতাব্দী, দূরন্ত এই সমস্ত ট্রেন গুলোকেও প্রিমিয়াম ট্রেনের তালিকায় রাখা হয়েছে যার ফলে এই সব ট্রেনেও তারা বিনামূল্যে ভ্রমণ করতে পারবে তবে শর্ত একটাই কেবলমাত্র সরকারী কাজে সূত্রে।