সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আপনার জন্য ভা’লো খবর! ফ্রিজ-এসি-ওয়াশিং মেশিনের দা’ম ক’ম’তে চলেছে

উৎসব আসার আগে এবার রেফ্রিজারেটরের দাম কমতে পারে। শুধু রেফ্রিজারেটর নয়, এসি, ওয়াশিং মেশিনের দামও কমতে পারে। এখন বর্তমানে সবকিছুর দাম বাড়ছে।

উৎসবের মরশুমের আগেই রেফ্রিজারেটর, এসি, ওয়াশিং মেশিনের দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে। বিজনেস ইনসাইডার এর প্রতিবেদন অনুসারে জানানো হয়েছে রেফ্রিজারেটর এয়ার কন্ডিশন মাইক্রো ওয়েভার্সিং মেশিন সহ বেশ কিছু ইলেকট্রনিক আইটেমের দাম এবার কমতে পারে।

দাম কমার কারণ হলো কাঁচামালের ইনপুট খরচের কারণে দাম বেড়েছিল। এখন ইনপুট খরচ অনেকটাই কমেছে। এখন তামার দাম 21 শতাংশ কমেছে, ইস্পাতের দাম 19 শতাংশ কমেছে।

আরো পড়ুন: ভারত সহ আ’রো ৫ দেশে ইউক্রেনের রাষ্ট্রদূতকে ব’র’খা’স্ত করলেন প্রেসিডেন্ট জেলেনস্কি

অ্যালুমিনিয়ামের দাম কমেছে ৩৬ শতাংশ। এভাবে কাঁচামালের দাম কমে গেলে কোম্পানির মার্জিন বাড়বে যার ফলে ক্রেতা টানার জন্য কিছুটা দামের সংশোধন করা হতে পারে।