সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পেনশনভোগীদের জন্য ভা’লো খবর, লক্ষ লক্ষ উপভোক্তারা উ’প’কা’র পাবেন

স্বস্তির খবর এবার পেনশনভোগীদের জন্য, কারণ ইতিমধ্যেই এক দারুন উদ্যোগ নিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)। লাইফ সার্টিফিকেট জমা নিয়ে এক ভালো উদ্যোগ।

কারণ এবার থেকে বছরের যেকোনো লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন এমপ্লয়িজ পেনশন স্কিমের ৯৫ এর উপভোক্তারা। আর সেটার বৈধতা থাকবে ১ বছর।

সরকারের মতে লাইফ সার্টিফিকেট জমা দিতে কি কি নথি প্রয়োজন সেটা এবার দেখে নেয়া যাক। সবার প্রথমে দরকার পিপিও নাম্বার, ব্যাংক একাউন্ট তথ্য, আধার নম্বর, আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকা বাধ্যতামূলক।

আরো পড়ুন: শিশুরা চকোলেট খে’য়ে পেটের রো’গে ভুগছে! বহু দেশ থেকে পণ্য তু’লে নেওয়া হ’চ্ছে

এবার জেনে নেওয়া যাক লাইফ সার্টিফিকেট কোথায় কোথায় জমা দেওয়া যাবে ? কমন সার্ভিস সেন্টার থেকে শুরু করে, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক ডাকঘর এমনকি পোস্ট ম্যান এর কাছে সেই লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যাবে। তাছাড়া রয়েছে উমঙ্গ অ্যাপ, সেখানেও সহজে এই লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যাবে।

তবে এই লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার পর তার বৈধতা থাকবে কতদিন? জানা গেছে ইপিএফওর তরফ থেকে, যেদিন পেনশনভোগীরা লাইফ সার্টিফিকেট জমা করবে, তখন থেকে ১ বছর পর্যন্ত তার বৈধতা থাকবে।