সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জালিওয়ানাবাগে যা করা হয়েছে ভা’লো’ই করা হয়েছে, পাঞ্জাব মুখ্যমন্ত্রীর উ’ল্টো সু’র রাহুলের মু’খে

জালিওনাবাগের হত্যাকান্ড এমন একটি ঘটনা যেখানে নির্মমভাবে ভারতবাসীদের হত্যা করেছিলেন ব্রিটিশ সরকার। এই ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন। এই ঘটনার পরে আরো একবার ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে ছিল সম্পূর্ণ ভারত বর্ষ। এবার জালিওনাবাগ স্মৃতিসৌধকে নতুন একটি রূপ দেবার কারণে কেন্দ্রীয় সরকারকে নিন্দা করলেন কংগ্রেস এবং বাকি বিরোধীরা।

গত ২৮ ই আগস্ট জালিওনাবাগের পুনর্নির্মাণ পরিসরের উদ্বোধনের পর বিরোধীরা একজোট হয়ে মোদি সরকার কে আক্রমণ করেছে। ইউরবদ আমি অনুষ্ঠানে হাজির ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে প্রধানমন্ত্রী অমৃতসরের জালিওনাবাগ স্মৃতি স্মারক স্থলে চারটি সংগ্রহশালার উদ্বোধন করলেন।

একদিকে যেমন সরকারি পদক্ষেপের প্রশংসা করেছেন অনেকে তেমন বিরোধীরা এই পদক্ষেপের জন্য সরকারের ওপর আঙুল তুলেছেন। বিজেপি বিরোধী দলগুলি কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপটি ইতিহাস বিরোধী আখ্যা দিয়ে একের পর এক পোস্ট করে চলেছেন সোশ্যাল মিডিয়া জুড়ে। বিরোধীদের দাবি অনুযায়ী, সরকারের এই পদক্ষেপের ফলে ইতিহাসের বহু ঘটনার কাটছাঁট হয়ে যাবে। রাহুল গান্ধী একটি টুইট করে এই কাজকে শহীদদের অপমান বলে আখ্যা দিয়েছেন।

রাহুল গান্ধী নিজেকে শহীদের ছেলে উল্লেখ করে লিখেন, জালিওনাবাগের শহীদের এমন অপমান হতে পারে, তা কল্পনাও করতে পারেননি তিনি। তিনি এই অপমান কিছুতেই মেনে নেবে না। এই অভদ্র করে তার বিরুদ্ধে তিনি কথা বলবেন। অন্যদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জালিওনাবাগের নতুন করে সাজানোর এই পদক্ষেপে খুশি জাহির করেছেন। উনি বলেছেন, আমি জানি না কি সরানো হয়েছে, তবে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে।