সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এসি-৩ টায়ার ক্লা’সে প্যাসেঞ্জারদের জন্য ভা’লো খবর! ন’য়া পরিষেবা চা’লু রেলের

এসি ৩ টায়ার ইকণমি ক্লাসের জন্য দারুণ একটি খবর। কারণ এবার ভারতীয় রেল এক দারুণ উদ্যোগ গ্রহণ করতে চলেছে তাদের জন্য।যেটা আগে ছিল না। মনে আছে আপনাদের কোভিডের সময় থেকে ট্রেনে কম্বল, চাদর, বালিশ দেওয়া বন্ধ করেছিল রেল কিন্তু এবার চলতি সপ্তাহ থেকেই যাত্রীদের সেই ব্যবস্থা ফের দেওয়ার কথা ভেবেছে ভারতীয় রেল।

বেড রোল এখন দেওয়া হচ্ছে না থার্ড এসি ইকোনমি ক্লাসে। আসলে এসি ৩ টায়ারে বেড রোল রাখার কোনো ব্যবস্থা নেই তেমন ভাবে। তাই বেড রোল রাখার জন্য ব্যবহার করা ৮১, ৮২,৮৩ নম্বর বার্থ গুলো।

এখন প্রশ্ন হল যে সমস্ত যাত্রীরা এই তিনটি বার্থে তাদের আসন বুক করেছেন তাদের অন্যত্র সড়িয়ে দেওয়া হবে। ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী বালিশ, কম্বল, চাদর এই সমস্ত কিছুই দেওয়া হয়ে থাকে বিনামূল্যে এসি ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস ও থার্ড ক্লাসের জন্য। করোনার পর থেকে সেই সব দেওয়া একরকম বন্ধ ছিল।

আরো পড়ুন: উৎকর্ষ বাংলায় ভু’য়ো নিয়ো’গ’প’ত্র দেওয়া নিয়ে ত’দ’ন্তে’র আ’শ্বা’স ইন্দ্রনীলের

কিন্তু এবার ফের সেটা চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। রাজধানী, শতাব্দী এই সমস্ত ট্রেন গুলোতে বেড রোল দেওয়া চালু হয়েছে, তবে এবার এক্সপ্রেস ও বিশেষ ট্রেন গুলোতেও এই বেড রোল দেওয়া শুরু হবে।