সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের মু’কু’টে নতুন পা’ল’ক সংযোজন- “বন্দে বিসিকেভি”

নদীয়া জেলার মোহনপুরের বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের শস্য বিজ্ঞান বিভাগের স্নাতোকত্তর প্রথম বর্ষের ছাত্র ময়ূখ ভট্টাচার্য পরিচালিত ও প্রযোজিত “বন্দে বিসিকেভি” শীর্ষক ডকুমেন্টারি ফিল্মটি একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনিত ও শ্রেষ্ঠ ভকুমেন্টরি ফিল্মের সিরোপায় ভূষিত হলো । যার মধ্যে অন্যতম হলো –

১) গোয়া ইন্টারন্যাসনাল ফিল্ম ফেস্টিভ্যাল
২) সিনে ফেয়ার ফিল্ম ফেস্টিভ্যাল
৩) ইন্ডে-সিনে ফিল্ম ফেস্টিভ্যাল
৪)ইন্ডিয়ান ক্রিয়েটিভ মাইন্ভ ফিল্ম ফেস্টিভ্যাল।

ময়ূখ জানান ” এই ডকুমেন্টরিটি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ঐত্যিহ্য,গবেষনা,ছাত্রজীবনের বিভিন্ন দিক,হোস্টল লাইফ এবং বন্ধুত্বের মিষ্টিমধুর সম্পর্ক্য নিয়ে তৈরী । ” তিনি আরও জানান,” ফিল্মটি ২০১৮ সাল থেকে তৈরী করা শুরু করি, ২০২১ এর মার্চ মাসে এটি সম্পুর্ন হয় ,তারপর বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহনের জন্য এটি পাঠাই ।

ইতিমধ্যে ডকুমেন্টরিটি দশটি জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত ও শ্রেষ্ঠ ডকুমেন্টরি ফিল্মের পুরষ্কার জিতে নিয়েছে ।গত আগস্ট থেকে নভেম্বরের ১৫ তারিখ পর্ষন্ত সমস্ত ফেস্টিভ্যালের ফলাফল ঘোষিত হয় । ফিল্মটি তৈরী করতে সকল সহপাঠী ,সিনিয়র ,জুনিয়র ও অধ্যাপকেরা অনেক সাহায্য করেছেন ,তাদের কাছে আমি‌ আন্তরিক ভাবে কৃতজ্ঞ ।”

ডকুমেন্টরিটি সম্পাদনা করেন সায়ন সিংহ,নেপথ্যকন্ঠে ছিলেন প্রফেসর মানস কুমার পন্ডিত ,এছাড়া বিভিন্ন ভুমিকায় জড়িত ছিলেন সৌরদ্বীপ দাস,সন্দীপন দাস, সৌভিক পাল ,অনামিকা উপাধ্যায় সহ বিশ্ববিদ্যালয়ের আরো অনেক ছাত্রছাত্রী।