সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বুলেট প্রেমীদের জ’ন্য ভা’লো খবর, নতুন সা’জে আ’স’ছে রয়্যাল এনফিল্ড ক্ল্যাসিক ৩৫০

বুলেট প্রেমীদের জন্য এবার বেশ বড়সড় সুখবর দিল রয়্যাল এনফিল্ড। আর মাত্র দু’দিনের মাথায় আসছে রয়্যাল এনফিল্ডের নতুন জেনারেশন রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০। এই গাড়িটি কে নিয়ে বেশ আশাবাদী সংশ্লিষ্ট সংস্থা এবং গাড়িপ্রেমীরা। বহু প্রতীক্ষিত এই বুলেট মোটরসাইকেলটি আগামী ২৭শে আগস্ট লঞ্চ করা হতে পারে। আপাতত তিনটি নতুন ভেরিয়েন্টে আসছে এই মডেল।

single seater Classic 350, twin seater Classic 350 ও Classic 350 Single Edition, এই তিনটি নতুন ভেরিয়েন্টে বাজারে লঞ্চ করা হতে পারে রয়্যাল এনফিল্ডের নতুন এডিশন। Royal Enfield Classic 350-তে থাকবে অ্যালয় হুইল। তবে কিক স্টার্ট থাকবে না বলে জানানো হয়েছে। Meteor 350-র মতো ৩৪৯ সিসি DOHC ইঞ্জিন থাকছে এই নতুন এডিশনে। এই ইঞ্জিন কার্যত 20PS পাওয়ার ও 27Nm টর্ক জেনারেট করতে সমর্থ।

হ্যালোজেন ল্যাম্প ও সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টার থাকবে এই নতুন এডিশনে। বুলেটের এই নতুন এডিশন নিয়ে গ্রাহকের মধ্যে এখন থেকেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন উক্ত দিনের জন্য। এই তিনটি নতুন এডিশন বাজারে লঞ্চ হলে গ্রাহকের থেকে ভালো প্রতিক্রিয়া মিলবে বলে আশা করছে সংশ্লিষ্ট সংস্থা।

একাধিক আকর্ষণীয় ফিচার্স সমেত আসছে এই তিনটি নতুন বুলেট মোটরসাইকেল। যদিও এই তিনটি নতুন মোটরসাইকেলের দাম সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে আশা করা হচ্ছে বুলেটের এই তিনটি নতুন এডিশনের দাম সাধারণের নাগালের মধ্যেই থাকবে।