সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সমুদ্রে স্নান করতে নেমে প্র’স্রা’ব! কোনোভাবে ধ’রা পড়লেই ৬২ হাজার টা’কা জরিমানা

কোনও ভাবেই সৈকত দূষণ আর করা যাবে না, যদি সেই কাজ করা হয় তাহলে তাঁর জন্য গুনতে হবে জরিমানা। সৈকত দূষণ রুখতে সৈকত প্রধান শহরের প্রশাসন একেবারে কোমড় বেধে নেমেছে।

যদি কেউ সমুদ্রে প্রস্রাব করে তাহলে তাঁদের কড়া শাস্তির ব্যবস্থা করা হবে। সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় লেগেই থাকে, তাই এবার কড়াকড়ি আরও করা হবে বলেই জানা যাচ্ছে।

শাস্তি ইয়ে অনেকেই অবগত নয়, কেমন ধরনের জরিমানা হতে পারে, সেই নিয়ে সৈকত রক্ষনাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ জানিয়েছে, সমুদ্রে নেমে কেউ যদি প্রস্রাব করে তাহলে জমিনানা হতে পারে ৭৫০ ইউরো, ভারতীয় মুদ্রায় যেটা ৬২ হাজার টাকা।

আরো পড়ুন: কো’ন বয়স পুরুষদের বাবা হওয়ার জন্য একদম পা’র’ফে’ক্ট? কি বলছেন গবেষকরা?

স্পেনের সৈকত শহর ভিগোর প্রশাসন পর্যটকদের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছে, তবে এত ভিড় লেগে থাকে সমুদ্র সৈকতে। একে একে নজর রাখা কিভাবে সম্ভব? তা নিয়ে ভেবে কুল পাচ্ছে না বাসিন্দারা।

তবে এই বাসিন্দারাই পর্যটকদের বিরুদ্ধে অভিযোগ এনেছিল, তাই এবার শুধু সৈকতে প্রস্রাব করার নিষেধাজ্ঞা নয়, সাথে সমুদ্রের জলে সাবান, শ্যাম্পু ব্যবহার করতেও নিষেধ করেছে প্রশাসন।