সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার থে’কে Uber-এ বাস-ট্রেন ও বিমানের টিকিট কা’টা যা’বে

আধুনিক ব্যস্ততার যুগে উবেরের মত অ্যাপ্লিকেশনগুলি মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। উবের তার গ্রাহকদের পরিষেবার মান বাড়ানোর জন্য এবার শুধু ক্যাব বুকিং এর সুবিধার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।

উবের এবার শীঘ্রই রাইড হেলিং অ্যাপ্লিকেশন হিসেবে নিজের ইমেজ প্রকাশ করবে। তার জন্য গ্রাহকদের এবার থেকে ক্যাব বুক করা ছাড়াও আরও বেশ কিছু বুকিং পরিষেবা দেবে।

উবের যুক্তরাজ্যের একটি পাইলট প্রজেক্ট তৈরি করতে চলেছে। সেখানে ট্রেনের টিকিট, প্লেনের টিকিট এবং বাসের টিকিট বুক করার সুযোগ দেওয়া হচ্ছে।

আরো পড়ুন: Flipkart-র ধা’মা’কা অ’ফা’র, একদম জলের দ’রে AC-TV-ফ্রীজ

ট্রেন, প্লেন এবং বাসের টিকিট বুক করার অপশন উবের অ্যাপ্লিকেশনের মধ্যেই থাকবে। এই মুহূর্তে উবেরের এই নতুন ফিচার ইংল্যান্ডে পরীক্ষা করে দেখা হচ্ছে। ভবিষ্যতে সারা পৃথিবীতে এই সুবিধা মিলবে।

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে উবের অ্যাপ্লিকেশনের মাধ্যমে রাইড, বাইক, নৌকা পরিষেবা ও স্কুটার বুক করার অপশন পাওয়া গেছে। এবার ট্রেন এবং কোচ এর অন্তর্ভুক্ত করা হবে।

ভবিষ্যতে ফ্লাইট এবং হোটেলগুলিও এর অন্তর্ভুক্ত করা হবে। ইংল্যান্ড উত্তর ও পূর্ব ইউরোপের জন্য উবেরের রিজিওনাল জেনারেল ম্যানেজার এই বিবৃতি দিয়েছেন।

উবের যেরকম ক্লাবের মাধ্যমে ভ্রমণের পরিষেবা দেয় তেমন এক্ষেত্রে নিজে থেকে ভ্রমণের পরিষেবা দেবে না। টিকিট এবং অন্যান্য সম্পর্কিত পরিষেবাগুলি বিক্রির জন্য থার্ড পার্টি বুকিং এজেন্সি গুলোর সঙ্গে সুবিধা প্রদান করবে গ্রাহককে। booking.com এবং এক্সপিডিয়া সহ-প্রধান সংস্থার সঙ্গে কাজ করবে বলে জানা গিয়েছে।