সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অবসর জীবনে আ’র্থি’ক সং’ক’ট হবে না তো? এই লক্ষণ গুলো দেখলেই সাবধান হয়ে যান

অবসর জীবন নিয়ে অনেকেই নানান রকম হীনমন্যতায় ভুগে থাকেন। কি করবেন কেমন ভাবে জীবনটা উপভোগ করবেন এমন নানান প্রশ্ন মাথার মধ্যে ভিড় করে। বিশেষ করে যৌবন বয়স থেকেই অবসর নিশ্চিন্তে কাটানোর জন্য নানান রকম পরিকল্পনা শুরু হয়ে যায়।

শুধুমাত্র চাকরি নয় অন্যান্য অসংগঠিত ক্ষেত্রে যারা থাকেন তারাও এই অবসর জীবন নিয়ে নানান রকম পরিকল্পনা করে ফেলেন। লং টার্ম কেয়ার প্ল্যান করা উচিত এক্ষেত্রে। নইলে অবসরের পর অর্থ খুব তাড়াতাড়ি ফুরিয়ে যেতে পারে।

এছাড়া লং টার্ম কেয়ার প্লান না থাকলে অনেক সময় বিপদের ঝুঁকি মারতে পারে অনেক ধনী ব্যক্তিদের। একজন মানুষ কত বছর পর্যন্ত বাঁচবেন তা অবশ্য কারো পক্ষেই বলা সম্ভব হয় না কেবলমাত্র আমরা একটা আন্দাজ করতে পারি।

এই প্রসঙ্গে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন বলছে ৬৫ বছর বয়সে তিনজনের মধ্যে একজন ৯০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারবেন। চিকিৎসার খরচ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তার কারণ বিভিন্ন রকম রোগ মাথা চাড়া দিচ্ছে। তাই বেশি বয়সে রোগের হাত থেকে নিস্তার পেতে কিছুটা সঞ্চয় করা ভীষণ জরুরি।

আরো খবর: বাংলা সিনেমার ৩ তারকার মধ্যে কার ক’তো সম্পত্তি? টা’কা’র অ’ঙ্ক জানলে ভিমরি খাবেন

কত টাকার স্বাস্থ্য বীমা করানো উচিত সেটা অনেকেই বুঝতে পারেন না। তাই অবসর জীবনে সঞ্চয় থেকে কিছুটা করে চিকিৎসার জন্য খরচ বাঁচাতে হবে। চাকরি জীবনে বিভিন্ন সময় বেতন বাড়ে।

কারণ কখন মুদ্রাস্ফীতি হবে সেটা কেউ বলতে পারেন না।  সব দেশের পণ্য এবং পরিষেবা খরচ প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। সেই অনুযায়ী অবসরে আপনাকে সঞ্চয় করতে হবে।

আপনি অবসর নিয়েছেন মানে এই নয় যে আপনাকে ট্যাক্স দিতে হবে না। তাই ট্যাক্সের জন্য আলাদা করে টাকা সঞ্চয় করে রাখতে হবে আপনাকে।