সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতীয় পড়ুয়াদের ফে’রা’তে চার কেন্দ্রীয় মন্ত্রী যাচ্ছেন ইউক্রেনে, বড়ো সি’দ্ধা’ন্ত মোদি সরকারের

ভারতীয় পড়ুয়াদের ফেরাতে বড় উদ্যোগ নিল কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলেন। ওই বৈঠকে তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানো ও তাঁদের সুরক্ষাকেই অগ্রাধিকার দেওয়া হয়।

কেন্দ্র সেই মতো যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে ভারতীয় পড়ুয়াদের নিরাপদে দেশে ফেরাতে বড়সড় উদ্যোগ নিল। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সোমবার সকালে ফের বৈঠক হয়।

সেখানে সিদ্ধান্ত হয়েছে, ভারতীয়দের দেশে ফেরাতে ইউক্রেন সংলগ্ন দেশগুলিতে বিশেষ দূত হিসেবে যাবেন কেন্দ্রীয় মন্ত্রী দল। মূলত ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানোর কাজ মসৃণ করতেই ইউক্রেন সীমান্তবর্তী দেশগুলিতে যাবেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, হরদীপ পুরি, কিরেন রিজিজু ও জেনারেল ভি কে সিং।

আরো পড়ুন: ইউক্রেনের সবচেয়ে সুন্দরী মহিলা ব’ন্দু’ক হা’তে নিয়ে রাশিয়ার বি’রু’দ্ধে রু’খে দাঁড়ালেন

কেন্দ্রের সংশ্লিষ্ট দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, হরদীপ পুরি, কিরেন রিজিজু এবং জেনারেল ভি কে সিং ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিতে ছাত্রদের সাহায্যের জন্য সফর করবেন। ভারতের বিশেষ দূত হিসাবে যাবেন তাঁরা। কূটনৈতিক দিকটিও সামলাবেন।

কেন্দ্র এই মুহূর্তে ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরাতে রোমানিয়া ও হাঙ্গেরির মাটিকে কাজে লাগাচ্ছে। পূর্ব ইউক্রেন এবং দেশের অন্যান্য অংশে রাশিয়ার আগ্রাসনের ফলে আকাশপথ বন্ধ হয়ে গিয়েছে। ফলে কিয়েভ থেকে রোমানিয়া এবং হাঙ্গেরি হয়ে পড়ুয়াদের ফেরানো হচ্ছে৷