সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কর্মী ছাঁ’টা’ই নিয়ে জবাবদিহি ক’র’তে হ’বে, Amazon-কে সমন কেন্দ্রের

টুইটারের মালিকানা এলন মাস্ক নেওয়ার পরেই, একের পর এক কর্মী ছাটাই করছে টুইটার। এবার সেই পথ অবলম্বন করেছে ফেসবুক এমনকি amazon ও। তবে এবার amazon কে জবাবদিহি করতে হবে ভারত সরকারকে, কেন তারা কর্মী ছাঁটাই করছে? ইতিমধ্যে অ্যামাজন ইন্ডিয়াকে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফ থেকে শমন পাঠানো হয়েছে।

অ্যামাজন ইন্ডিয়ার কর্মী ছাঁটাই নিয়ে ইনফরমেশন টেকনলজি এমপ্লয়িজ সেনেট’ নামে এক ইউনিয়ন কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের কাছে অভিযোগ দায়ের করেছে। তারা দাবি করেছে আমাজন ইন্ডিয়া বেআইনিভাবে নিয়ম না মেনে কর্মী ছাঁটাই করছে।

ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে এমাজন ইন্ডিয়ার বেআইনি ও অর্থনৈতিক কর্মী ছাঁটা এর প্রবল নিন্দা করছে নাইটস। মনে রাখতে হবে amazon ইন্ডিয়ার ঊর্ধ্বে রয়েছে দেশের আইন। ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অনিশ্চিত মাইক্রো অর্থনীতির পরিপ্রেক্ষিতে 10000 কর্মী ছাটাই করা হবে যা কিনা সংস্থার মোট মানব সম্পদের ৩ শতাংশ।

আরো খবর: এবার ঘ’রে বসেই জ’মা করুন লাইফ সার্টিফিকেট, কি’ভা’বে সম্ভব জেনে নিন

এই কর্মী ছাটাই অব্যাহত থাকবে আগামী বছর পর্যন্ত এমনটাই জানিয়েছে সিইও এনডি জেসি।ভবিষ্যতের কোম্পানির সমৃদ্ধির কথা চিন্তা ভাবনা করি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তাই ইতিমধ্যেই বিভিন্ন দপ্তর ভিত্তিক কর্মীদের পারফরম্যান্স কেমন সেই মূল্যায়ন করা হচ্ছে।