সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার একসাথে ৫০০০টি এলিয়েন গ্রহের স’ন্ধা’ন পে’লো নাসা!

এলিয়েন পৃথিবী! অসীম মহাশূন্যে কতই না রহস্য লুকিয়ে আছে। সব রহস্যের সমাধান করা মানুষের নাগালের বাইরে। তবে আমেরিকান স্পেস এজেন্সি নাসার দীর্ঘকালীন গবেষণায় সম্প্রতি এক অদ্ভুত তথ্য পাওয়া গেল। আমাদের এই পৃথিবী অসীম মহাশূন্যের একমাত্র বাসযোগ্য এবং প্রাণ সম্পন্ন গ্রহ নয়। এই মহাশূন্যে কম করে হলেও অন্তত পাঁচ হাজার এলিয়েনের পৃথিবী রয়েছে।

এলিয়েন তথা ভিনগ্রহীদের সম্পর্কে মানুষের কৌতূহলের অন্ত নেই। হাজার হাজার বছর আগে থেকেই এলিয়েন এর উপস্থিতি নিয়ে বহু জল্পনা চলছে। হাল ফিলে বিজ্ঞানের উন্নত প্রযুক্তির এই দুনিয়ায় এলিয়েনদের নিয়ে নিরলস গবেষণা করে চলেছেন মহাকাশ বিশেষজ্ঞরা। মাঝেমধ্যেই অসীম মহাশূন্যে এমন কিছু উড়ন্ত বস্তু লক্ষ্য করা যায় যেগুলিকে চিহ্নিত করে আজ পর্যন্ত সম্ভব হয়নি। এগুলোকে ইউএফও বা আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট বলে উল্লেখ করেন বিশেষজ্ঞরা।

এবার নাসার তরফ থেকে জানানো হয়েছে ব্রহ্মান্ডে অন্ততপক্ষে 5000 এলিয়েনের পৃথিবী রয়েছে। এই গবেষণাতে না সাকে সাহায্য করছে ট্রানজিটিং এক্সোপ্লানেট সার্ভে স্যাটেলাইট। এই এলিয়েনের পৃথিবী রয়েছে আমাদের সৌরমণ্ডলের বাইরে। গবেষণা এখনো চলছে। নাসার গবেষণায় খুব শীঘ্রই এলিয়েনের পৃথিবী সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।