সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শীঘ্রই ভারতীয় রেলের কর্মচারী ও অবসরপ্রাপ্তদের মহার্ঘ্য ভা’তা বা’ড়’তে চলেছে

ভারতীয় রেলের তরফ থেকে এবার এক সুখবর, রেল কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। যার খবরে দারুন খুশি রেলকর্মীরা। জানা যাচ্ছে সমস্ত জোনের কর্মীদের বাড়তে চলেছে মহার্ঘ ভাতা।

এদিকে আবার অবসর প্রাপ্ত কর্মীদের বৃদ্ধি করা হবে ডিয়ারনেস রিলিফ। সব কিছু মিলিয়ে খুশীর জোয়ার। মনে করা হচ্ছে, চলতি এপ্রিল মাসের শেষের দিকে মোট ১৪ লক্ষ কর্মীকে মহার্ঘ ভাতা দেবে রেল‌।

গতকাল মঙ্গলবার রেল বোর্ডের তরফ থেকে এই খুশির খবর শোনানো হয়েছিল।এই মহার্ঘ ভাতার খবর জানিয়েছিল ডেপুটি ডিরেক্টর জয় কুমার।

আরো পড়ুন: বাড়িতে থাকা শু’ক’নো তুলসী গাছ আপনাকে দে’য় অ’শ’নি সং’কে’ত!

গত দেড় থেকে দুই বছর প্রায় হতে চলল, মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করেনি ভারতীয় রেল‌ , কারণ এই মহামারী। তবে দেরি করে হলেও যে খুশির খবর শোনালো ভারতীয় রেল।

তাতেই দারুন খুশি রেল কর্মীরাই। দেশের মূল্যবৃদ্ধি নিয়ে বলার কিছুই নেই, জ্বালানি রান্নার গ্যাস সব কিছুই অগ্নিমূল্য। এর মধ্যেই এই মহার্ঘ ভাতা বৃদ্ধির খবর স্বস্তি দিল বলেই মনে করছে একাংশ। এর আগে শেষবারের মতো ২০২১ সালের জুলাই মাসে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল ১৭% থেকে ২৮% ।