সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গত ২৫ বছর থে’কে “গুপ্ত” সিনেমার ৩ টি রহস্য নির্মাতারা লু’কি’য়ে রেখেছিলো

বলিউডে যে থ্রিলার সিনেমাগুলি রিলিজ হয়েছে তার মধ্যে অন্যতম হলো রাজীব রাই(Rajiv Rai) পরিচালিত গুপ্ত সিনেমাটি(Gupt)। এই ছবিটি ১৯৯৭ সালে মুক্তি পায়। এখানে প্রধান ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে ববি দেওল(Bobby Deol), মনীষা কৈরালা(Manisha Koirala) এবং কাজলকে(Kajal)।

ছবিটি এই বছর বক্সঅফিসে ২৫ বছর পূর্ণ করলো। গুপ্ত ছবি সম্পর্কে আপনাদের আজ এমন কিছু বিষয় জানাবো, যা আপনারা কখনোই জানেন না। এই সিনেমাতেই ঈশা দিয়ানের চরিত্র দেখা গেছে কাজলকে অভিনয় করতে। প্রথমে ঐ চরিত্রে কাজলের অভিনয় করার কথা ছিল না।

রাভিনা ট্যান্ডনের(Ravina Tandan) অভিনয় করার কথা ছিল এমনকি এই অভিনেত্রীর সাথে নির্মাতাদের সাথে চুক্তি বদ্ধ হয়েছিল। এছাড়াও ছবির অন্যতম চরিত্র শীতল চৌধুরী, যে চরিত্রের জন্য রাভিনকে অভিনয় করতে দেখা যেত। এই চরিত্রে অভিনয়ের জন্য মনীষা কৈরালা রাভিনাকে প্রতিস্থাপন করেছিলেন।

আরো পড়ুন: রাশিয়ান জাহাজ মুম্বইয়ে ঢু’ক’তে না দেওয়ার আ’র্জি আমেরিকার, মুখের উপর না করলো ভারত

ঈশা দিয়ানের চরিত্রে অভিনয় করার কথা ছিল মনীষা কৈরালার, তবে চরিত্রটি নেগেটিভ হওয়ায় তিনি অভিনয় করতে রাজি হননি। তাই তাঁকে শীতল চৌধুরীর চরিত্রে অভিনয় করতে দেখা যায়। তখন নির্মাতারা ঈশা চরিত্রটির অভিনয়ের জন্য কাজলের সাথে চুক্তি করেন এবং রাভিনা ছবি থেকে বাদ পড়েন।

২৫ বছর আগে ছবিটি তৈরি হলেও ছবিটির গান আজও মানুষের মনকে ছুঁয়ে যায়। এত সুন্দর গানগুলি ডিরেক্ট করেছিলেন সংগীত পরিচালক ভিজু শাহ(Viju Shah)। তবে শোনা যায়, এই ছবির গানের সুরগুলি কপি করা হয়েছে। এই ছবির জনপ্রিয় গান হাসিনো কা মেলা’ গানের সুরটি জাপানি মাতসুরি গানের সুর থেকে কপি করা হয়েছে। ওই গানের সুর দিয়েছেন জাপানি সুরকার কিতারো।