সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাশিয়ান জাহাজ মুম্বইয়ে ঢু’ক’তে না দেওয়ার আ’র্জি আমেরিকার, মুখের উপর না করলো ভারত

ভারতে যাতে রাশিয়ার ভেসেল না ঢোকে , সেই আর্জি জানিয়েছিল আমেরিকা। একেই হয়তো বলে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া। সম্প্রতি আমেরিকার তরফ থেকে ভারতের কাছে আর্জি জানানো হয়েছিল যে মুম্বাই বন্দরে যেন রাশিয়ার ভেসল ঢুকতে না পারে।

কিন্তু ভারতের তরফ থেকে এই আর্জি একেবারে খারিজ করে দেওয়া হয়েছে।ভারতের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, স্হানীয় বন্দর কর্তৃপক্ষ কে এই আর্জি না জানিয়ে কূটনৈতিক স্তরে একেবারে বিদেশমন্ত্রককে এই আর্জি জানাতে হবে।

জানা গেছে আমেরিকার কনস্যুলেট নাকি গত মাসেই মুম্বাই বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়েছে যাতে রাশিয়ার ভেসেল প্রবেশ করতে না পারে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণেই রাশিয়ার প্রতি ক্ষোভ আমেরিকার।

আরো পড়ুন: আপনার হাতের তালুতে কি এই ৩ টি চি’হ্ন আছে? তবে মহাদেবের কৃ’পা বিদ্যমান

ভারত সর্বদাই রাশিয়ার পক্ষে থেকেছে, যেটা আন্তর্জাতিক মহলে ভালো চোখে দেখা হয়নি। বিশেষ করে ভারতের অবস্হানে নারাজ আমেরিকা। তাই এবার বন্দর কর্তৃপক্ষ কে চিঠি দিল তারা।

কিন্তু নয়াদিল্লি এই কাজটিকে একেবারেই ভালো চোখে দেখছে না। কেন আমেরিকা বিদেশ মন্ত্রককে চিঠি না দিয়ে বন্দর কর্তৃপক্ষ কে চিঠি দেবে? তাই ভারতের তরফ থেকে আমেরিকার আর্জি খারিজ করে দেওয়া হয়েছে ও বলা হয়েছে স্থানীয় কর্তৃপক্ষকে এই সব বিষয়ে না প্রশ্ন করে ভারতীয় বিদেশ মন্ত্রক কে প্রশ্ন করা হোক।