সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নতুন করে চন্দ্রাভিজানের জন্য তৈরি হচ্ছে ইন্ডিয়া, জুলাইয়ে মহাকাশে ছুটবে চন্দ্রযান-৩

আর বেশীদিন নেই, ফেব্রুয়ারী মাসেই জানা গিয়েছিল চন্দযান-৩ সম্পর্কে। এবার তার তোড়জোড় প্রায় শেষ বললেই চলে, ইতিমধ্যেই ফাইনাল কাউনডাউন শুরু হয়ে গেছে।সমস্ত কিছু ঠিক থাকলে আগামী ১-২ মাসের মধ্যেই চন্দ্রযান-৩ তাদের উদ্দেশ্যে রওনা দেবে।

শোনা যাচ্ছে জুলাই মাসের মধ্যেই এই মিশন সম্পন্ন করবে ইসরো।চাঁদের মাটি, আবহাওয়া ইত্যাদি নানা বিষয়ে তথ্য পাবে বিজ্ঞানীরা এই চন্দ্র যান -৩ এর মাধ্যমে। এই চন্দ্রযান -৩ নিয়ে বহু চর্চা হচ্ছে বিজ্ঞান মহলে। যদি এর সফলতা আসে তাহলে একবারে নতুন একটি দিক খুলে যাবে ।

চন্দ্রযান -২ এর কি ঘটেছিল সেটা আমরা সবাই জানি। একেবারে ল্যান্ডিং এর সময় তাদের মাটিতে আছড়ে পরেছিল। আর তাতেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সমস্ত কিছুর সাথে। তবে এবার সমস্ত দিক মাথায় রেখেই কাজ করা হচ্ছে। বিশেষ করে ল্যান্ডিং নিয়ে আরও বেশী সতর্ক ইসরো।

জানা যাচ্ছে জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির প্রথম কয়েকদিনের মধ্যে চন্দ্রযান-৩’এর EMI ও EMC পরীক্ষা হয়েছে, আর সেখানেই ইলেকট্রো ম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স ও ইলেকট্রো ম্যাগনেটিক কমপ্যাটিবিলিটি পরীক্ষা হয়েছে।

দুই পরীক্ষার মধ্যে এটাই দেখা হয়েছে তাতে মহাকাশে গিয়ে যন্ত্রপাতি ঠিকমতো কাজ করে, সেই পরীক্ষায় সফল হয়েছে ইসরো।মহাকাশের পরিবেশের সাথে যন্ত্রপাতি এবার সচল রেখে কাজ করতে সক্ষম, আর এই কারণেই ইসরো আরও বেশী আত্মবিশ্বাসী।