সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মানুষের জন্যই পৃথিবী থেকে নি’শ্চি’হ্ন হবে জীবজগত! গবেষণায় মি’ল’লো চাঞ্চল্যকর ত’থ্য

পৃথিবীর জলবায়ু পরিবর্তন হচ্ছে। দ্রুত দূষণে ভরে উঠছে পৃথিবী। এই দূষণের একটা বড়সড় প্রভাব গ্লোবাল ওয়ার্মিং। মেরু প্রদেশের বরফ মধ্যেই গলতে শুরু করেছে। ফলে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। এমতাবস্থায় এই জলবায়ুগত পরিবর্তন এবং প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পৃথিবী থেকে বিলুপ্ত হচ্ছে বহু প্রাণী। বিশেষজ্ঞদের অনুমান, এই দশকে পৃথিবীর জলবায়ুতে বিরাট পরিবর্তন আসবে এবং বড়োসড়ো প্রাকৃতিক বিপর্যয় ঘটবে।

সম্প্রতি বিজ্ঞানীদের একটি গবেষণায় জানা গিয়েছে পৃথিবী এখন ষষ্ঠ গণবিলুপ্তি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। পশু পাখি মানুষ সহ সমস্ত জীব জগত এইবার অবলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ মাস এক্সটিংশন হতে চলেছে পৃথিবীতে। মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী রবার্ট কাউইয়ের নেতৃত্বাধীন একটি গবেষকদের দল এই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে আসছেন। তাদের রিপোর্টে এই কথা জানা গিয়েছে।

সম্প্রতি বায়োলজিক্যাল রিভিউজ নামের একটি বৈজ্ঞানিক জার্নালে এই গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে। পৃথিবী থেকে একের পর এক জীবের প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছে। গত কয়েক বছরে এই সংখ্যাটা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। বহু প্রাণী এবং উদ্ভিদের সংখ্যা কমে গিয়েছে পৃথিবীতে। তাই বৈজ্ঞানিকদের আশঙ্কা গণবিলুপ্তি হতে আর খুব বেশি দেরি নেই। উল্লেখ্য যখন কোনও প্রাণী বা উদ্ভিদের একটি সদস্যও পৃথিবীতে জীবিত না থাকে তখন তাদের বলা হয় বিলুপ্ত প্রাণী। গণবিলুপ্তি বলতে বোঝায় সমগ্র জীবজগতের একসঙ্গে অবসান।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন পৃথিবীতে এমন ঘটনা এর আগেও ঘটেছে। কখনো গ্রহাণুর সঙ্গে সংঘর্ষের কারণে, কখনো আগ্নেয়গিরির অগ্নুৎপাত এর কারণে এই পর্যন্ত মোট পাঁচবার পৃথিবীতে গণবিলুপ্তি হয়েছে। তবে অন্যান্য প্রাণীদের বিলুপ্তি হলেও মানুষের গণবিলুপ্তি কখনোই হয়নি। তবে এইবার গণবিলুপ্তি হলে মানুষের অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।