সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পরিযায়ী শ্রমিকদের নিয়ে ভা’ব’না কেন্দ্রের, এবার ১০০ দিনের কা’জ হ’তে পারে শহরেও!

আগামীকাল বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেখানে শহুরে গরিবদের জন্য প্রকল্পের উল্লেখ থাকতে পারে। ২০২০-র ২৫ মার্চ সারা দেশে লকডাউন ঘোষণার পরে পরবর্তী ২ মাসে এককোটিরও বেশি পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরেছিলেন। যার মধ্যে উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকে সংখ্যা ছিল যথাক্রমে সাড়ে ৩২ লক্ষ, ১৫ লক্ষ এবং ১৪ লক্ষের মতো।

তবে সেক্ষেত্রে সরাসরি তাঁদের সুবিধা পৌঁছে দেওয়া থেকে শুরু করে চাকরির গ্যারান্টি স্কিমের কথাও শোনা যাচ্ছে। কেননা সরকারে হাতে ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকদের আধার ভিত্তিক তথ্য রয়েছে। যা সরকার ব্যবহার করতে পারে।

সূত্রের খবর অনুযায়ী, এবারের বাজেটে পরিযায়ী শ্রমিকদের জন্য প্রকল্পের কথা উল্লেখ থাকতে পারে। কেননা ২০২০-তে দেশে করোনা হানার পরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে তথ্য ই-শ্রম পোর্টালে ইতিমধ্যেই তথ্য রয়েছে। তাদের জন্য প্রকল্প ঘোষণার পাশাপাশি শহুরে দরিদ্রদের জন্য নগদ সরাসরি অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার মতো প্রকল্পের উল্লেখ থাকতে পারে।

এই ধরনের প্রকল্প উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে বড় ডিভিডেন্ট দিতে পারে। কেননা পরিযায়ী শ্রমিকদের একটা বড় অংশ ছিল উত্তর প্রদেশ এবং বিহারের। বলছেন বিশেষজ্ঞরা।