সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আর্জেন্টিনায় মি’ল’লো টেরোসর প্রজাতির উড়ন্ত সরীসৃপ, ৮ কোটি বছর আ’গে ছি’লো পৃথিবীতে

বিজ্ঞানীদের ভাষায় এবার ড্রাগন অফ ডেথ পাওয়া গেল, দক্ষিণ আমেরিকায়। আর্জেন্টিনার বিজ্ঞানীরা সবচেয়ে বড় টেরোসার প্রজাতির সন্ধান পেয়েছে।

আসলে মেন্ডোজা প্রদেশে অবস্থিত প্লটিয়ার ফরমেশন  (Plottier Formation) থেকে দুটি বিশাল উড়ন্ত সরীসৃপ আবিষ্কৃত হয়েছে। এখানে নাকি পাওয়া গেছে দুটি নমুনার বিশাল উড়ন্ত সরীসৃপ।

এই নিয়ে গবেষকরা জানিয়েছেন, এদের ডানা বিস্তার প্রায় ২৩-৩০ ফুট,এই টেরোসরগুলি Azhdarchids পরিবারের অন্তর্গত, যা ক্রিটেসিয়াস যুগের শেষে প্রায় ৬৬ থেকে ১৪৬ মিলিয়ন বছর আগের।

আরো পড়ুন: উত্তরাখণ্ডে সিলিন্ডার ফেঁ’টে ৫ বাঙালি পর্যটকের ম’র্মা’ন্তি’ক মৃ’ত্যু

এই বিষয় নিয়ে গবেষক লিওনার্দো ডি অর্টিজ , Azhdarchids এটি আসলে মাথার খুলি, যা অনেক সময়ই দেহের আন্দাজে বড় হয়ে থাকে।অত্যাধিক এদের লম্বা ঘাড় ও ছোট মজবুত দেহের পরিচয় দিয়ে থাকে।

এই দুটি টেরোসরই কিন্তু Thanatosdrakon amaru প্রজাতির। তবে এদের সাথে যে মাইথোলজির এক বিরাট টান রয়েছে সেটা জানিয়েছে গবেষকেরা।একটি হল গ্রীক ভাষায় যার অর্থ মৃত্যুর ড্রাগন। আরেকদিকে অমরু যার অর্থ হলো উড়ন্ত সাপ।দুই মাথার ইনকান দেবতা নাকি দেবতা আমারুর সাথে যুক্ত।