সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

একটি SMS-এ জানুন আজকের পেট্রোল ও ডিজেলের দা’ম, জেনে নিন নম্বর

পেট্রোল এবং ডিজেলের দাম বিগত পাঁচদিন ধরে প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। পেট্রোল এবং ডিজেলের দাম নিয়ে বেশ সমস্যায় ভুগতে হচ্ছে গ্রাহকদের। বিশেষত যারা নিয়মিত গাড়ি চালান তাদের পেট্রোল-ডিজেলের দাম সম্পর্কে ওয়াকিবহাল থাকাটা জরুরি। তবে জানেন কি পেট্রোল-ডিজেলের দাম জানার জন্য আপনি আপনার স্মার্ট ফোন ব্যবহার করতেই পারেন?

এবার থেকে আর পেট্রোল-ডিজেলের দাম জানার জন্য কারোর মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। পেট্রোল-ডিজেলের বর্তমান দাম সম্পর্কে জানতে হলে এসএমএস মারফত বাড়িতে বসে দাম জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান অয়েলের গ্রাহকেরা চাইলে 9224992249 নম্বরে RSP ডিলার কোড লিখে পাঠিয়ে দিলেই পেট্রোপণ্যের দাম জানতে পারবেন।

HPCL গ্রাহকেরা HPPRICE লিখে পাঠাতে পারেন 9222201122 নম্বরে, তাহলেই জানতে পারবেন পেট্রোল-ডিজেলের বর্তমান দাম। একই সঙ্গে BPCL গ্রাহকেরাও 9223112222 নম্বরে RSP লিখে পাঠিয়ে দিলেই পেট্রোল-ডিজেলের দাম জেনে নেবেন।

ইন্ডিয়ান অয়েল এর ওয়েবসাইটে জানানো হয়েছে প্রতিটি শহরে তাদের ডিলার কোড আলাদা। তাই বিভিন্ন শহর থেকে আলাদা আলাদা কোড ব্যবহার করলে তবেই পেট্রোল-ডিজেলের দাম সঠিকভাবে জানা যাবে। কলকাতার গ্রাহকরা RSP 119941 লিখে 9224992249 নম্বরে পাঠাবেন। মুম্বইয়ের ডিলার কোড রয়েছে 108412, নয়া দিল্লিতে ডিলার কোড 102072, চেন্নাইতে ডিলার কোড 133593 মুম্বইতে ডিলার কোড 108412, গ্যাংটকের ডিলার কোড 159289, হায়দরাবাদে এই ডিলার কোড 134483 রয়েছে।