সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কর আ’রো ক’মা’লো কেন্দ্র, আরো ক’ম’তে পা’রে জ্বালানির দা’ম, জেনে নিন

বিগত কয়েক মাস ধরে পেট্রোল এবং ডিজেলের দাম ক্রমাগত পাল্লা দিয়ে বেড়েছে। তবে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী অবশ্য দীপাবলিতে পেট্রোল ডিজেলের উপর কর ছাড়ার ঘোষণা করেছেন। এতে দাম অনেকখানিই কমেছে। লিটার প্রতি পেট্রোলের দাম 5 টাকা এবং ডিজেলের দাম সাত টাকা কমানো হয়েছে। তবে এবার পেট্রোল এবং ডিজেলের দাম নাকি আরো কমতে পারে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

দেশের মধ্যে বিজেপি শাসিত রাজ্যগুলো প্রথম জ্বালানি কর কমিয়েছে। বিরোধীশাসিত রাজ্য গুলোও এতে চাপে পড়ে দাম কমাতে বাধ্য হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অবশ্য এখনও পেট্রোল এবং ডিজেলের উপর জ্বালানি কর কমায়নি। বিরোধী দলের বিক্ষোভের পরেও দাম অপরিবর্তিত রেখেছে পশ্চিমবঙ্গ সরকার। বর্তমানে পেট্রোলের প্রতি লিটারের দাম 104.68 টাকা। ডিজেলের দাম 89.79 টাকা।

দিল্লিতে লিটারপ্রতি পেট্রোলের দাম 95.41 টাকা এবং ডিজেলের দাম 86.67 টাকা। মুম্বাইতে পেট্রোলের দাম 109.98 টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম 94.14 টাকা। চেন্নাইতে লিটার প্রতি পেট্রোলের দাম 101.40 টাকা এবং ডিজেলের দাম 91.43 টাকা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন জ্বালানি তেলের দাম এবার আরও কমবে।

কেন্দ্র ইতিমধ্যেই ইথানলের উপর থেকে জিএসটি কমিয়েছে। এই ইথান্যাল পরিশোধিত পেট্রোল তৈরি করতে কাজে লাগবে। ইথানল মিক্সড পেট্রোলের আওতায় এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। পেট্রোল ডিজেল এবং প্রাকৃতিক গ্যাস সংক্রান্ত মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রামেশ্বর তেলি জানিয়েছেন ইথানলের উপর থেকে জিএসটি 18 শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করানো হয়েছে।