সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঘু’রে দাঁড়ানোর জন্য নতুন রণকৌশল, এবার CPIM-র নতুন কর্মসূচি “পাহারায় পার্টি”

সিপিএম শাসক দলের বিরুদ্ধে লড়াইয়ে নামার জন্য পাহারায় পাবলিক নামের একটি কর্মসূচি গ্রহণ করেছে। কোন নেতার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে, কোন নেতার কত সম্পত্তি, কোন নেতার বড় বড় বাড়ি রয়েছেন ইত্যাদি তথ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কখনো বা এলাকাতে গিয়ে সেগুলো প্রচার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই প্রচার চালানোর জন্য একটি বিশেষ প্রশিক্ষিত টিম নিয়োগ করা হয়েছে দলের তরফ থেকে। যার নাম দেওয়া হয়েছে পাহারায় পার্টি। মঙ্গল এবং বুধবার আলিমুদ্দিন স্ট্রিটে দুদিনের রাজ্য কমিটির বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। সেখানে এই বিষয় নিয়ে রাজ্য সম্পাদক মোঃ সেলিম ব্যাখ্যা করেন।

দলীয় সূত্রে জানানো হয়েছে আগামী পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে কড়া অবস্থান নেবে সিপিএম। তার জন্য এখন থেকেই রণকৌশল প্রস্তুত করা হচ্ছে।

আরো পড়ুন: কি কান্ড! নাকের ফু’টো’য় ঢু’কে গেলো জ্যান্ত চিংড়ি মাছ, শ্বাস নি’তে পারছেন না

সংগঠন মজবুত করার জন্য রাজ্য সম্পাদক নিজেই গোটা রাজ্য চষে বেড়াচ্ছেন। ১০০ দিনের কাজের মত স্থানীয় কোন বিষয় নিয়ে অভিযোগ থাকলে আন্দোলন করার কথা বলেছেন তিনি।

পাহারায় পাবলিকে কোন অভিযোগ প্রকাশে লেবার থেকে সেটা নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। নির্বাচনের জন্য গ্রামে গ্রামে প্রতিরোধ বাহিনী গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লোকসভার পর বিধানসভা নির্বাচনে ০ আসনে ফিরে যেতে হয়েছে সিপিএমকে। রাজ্যে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। তাই এখন থেকেই কোমর বেঁধে নামছে সিপিএম।