সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কি কান্ড! নাকের ফু’টো’য় ঢু’কে গেলো জ্যান্ত চিংড়ি মাছ, শ্বাস নি’তে পারছেন না

নাকের মধ্যে চিংড়ি মাছ আটকে রীতিমতো প্রাণ যেতে বসেছিল অন্ধপ্রদেশের এক কৃষকের। তবে চিকিৎসকরা সঠিক সময়ে তার প্রাণ বাঁচিয়ে নিয়েছেন।

পুকুরের মাছ চাষ করতে গিয়ে এই বিপত্তি বাঁধে। হঠাৎ কোথা থেকে একটি চিংড়ি মাছ জল থেকে উঠে তার নাকের মধ্যে ঢুকে যায়। তারপরে দম বন্ধ হয়ে আসে তার।

নাকের মধ্যে চিংড়ি মাছ আটকে যাওয়াতে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নেওয়া সম্ভব ছিল না তার পক্ষে। তিনি যতবার চিংড়ি মাছ থেকে বার করার চেষ্টা করেন ততই সেটি তার নাকের মধ্যে আরও গভীর যেতে থাকে।

আরো পড়ুন: হিন্দি গানে দা’রু’ন নাচ নাচলেন “লক্ষ্মী কাকিমা”, তু’মু’ল ভাইরাল অপরাজিতার ভিডিও

শ্বাস নিতে না পেরে অস্বস্তিতে ছটফট করতে থাকেন তিনি। তারপর তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জ্যান্ত চিংড়ি মাছটিকে তার নাকের ভেতর থেকে বের করে নিয়ে আসেন।

অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার গণপাভারমে ঘটেছে এই ঘটনা। চিকিৎসকরা এনডোসকপির মাধ্যমে চিংড়ি মাছটিকে খুঁজে বের করেন।

চিকিৎসকরা কৌশল করে ফুসফুসের ক্ষতি না করে নাক থেকে চিংড়ি মাছটিকে সরিয়ে ফেলেন। কিন্তু তারপরেও জীবন্ত ছিল চিংড়ি মাছটি। এটা দেখে রীতিমত অবাক হতে হয়েছে তাদের।