সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রান্নার গ্যাসের বে’আ’ই’নি কারবার রুখতে ন’য়া সি’দ্ধা’ন্ত, সর্বাধিক ২ টি সিলিন্ডার

ডোমেস্টিক গ্যাসের ক্ষেত্রে সরকারের তরফ থেকে নিয়ম বেধে দেওয়া হয়েছে অনেক আগেই, কিন্তু তাও ডোমেস্টিক গ্যাস বাণিজ্য ক্ষেত্রে ব্যবহার করার অভিযোগ তুলেছে সংস্থা গুলো। দেখা যায় বাণিজ্য ক্ষেত্রে ডোমেস্টিক গ্যাস বেশী ব্যবহার করা হয়। রেস্তোরা, হোটেল, ছোট খাবারের দোকান সব জায়গায় ডোমেস্টিক গ্যাসের ব্যবহার।

এটা এক ধরনের অপব্যবহার করা হচ্ছে ডোমেস্টিক গ্যাস। এবার সেটা রুখতেই নতুন নিয়ম বেধে দিল সরকার। বছরে ১৫ টি ডোমেস্টিক সিলিন্ডার যেটা মাসে সর্বোচ্চ২ টি করে ব্যবহার করা যাবে , এবার থেকেই সেই নিয়ম জারি করল কেন্দ্র। এই নিয়মে অনেকেই মনে করছে যে অনেক পরিবার সমস্যায় পরতে পারে।

তবে তেল সংস্থা গুলো ও ডিস্ট্রিবিউটর গুলো জানিয়েছে তেমন কোনো সমস্যা হবে না, কারণ বছরে ১৫ টি সিলিন্ডারের বেশি প্রয়োজন হলে আবেদন করতে হবে। তবে এটা মাথায় রাখতে হবে সরকারি ভুর্তুকি পাওয়া যাবে কেবলমাত্র ১২ টি সিলিন্ডারের ক্ষেত্রেই। বাণিজ্যিক সিলিন্ডারের দাম এখন ১৯৯৫.৫০ টাকা ও ডোমেস্টিক সিলিন্ডারের দাম ১০৭৯ টাকা।

আরো পড়ুন: দেশের ন’তু’ন CDS হলেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান

এদিকে আবার উজ্জ্বলা যোজনার যে গ্রাহকেরা রয়েছে তাদের জন্য বার্ষিক সিলিন্ডারের ঊর্ধসীমা ১৫ টি। সাধারণ গ্রাহকদের ভুর্তুকি প্রায় তুলেই দেওয়া হয়েছে, কিন্তু উজ্জ্বলা যোজনার গ্রাহকদের ১২ টি সিলিন্ডার পর্যন্ত ২০০ টাকা করে দেওয়া হয় ভুর্তুকি। তবে মাসে যাদের ২ টির বেশী সিলিন্ডার লাগবে তাদের কি হবে? সেটা নিয়ে এখনো স্পষ্ট নয়।