সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

একেই বলে মা’ন’বি’ক’তা! ট্রেনে হা’রা’নো খেলনা গাড়ি ফি’রে এলো শিশুর হা’তে, কান্না শে’ষে মু’খে ফুট’লো হাসি

হারিয়ে যাওয়া খেলনা এভাবে ফিরে পাবে কখনো ভাবতে পারেনি একটি ছোট্ট শিশুর বাবা মা। রেল পুলিশের মানবিক মুখ দেখে উচ্ছ্বসিত হল ছোট্ট শিশুটির পরিবার। রেলমন্ত্রক এবং রেল পুলিশকে ধন্যবাদ জানান ওই শিশুটির বাবা মোহিত রেজা। রেল পুলিশ সূত্র থেকেই জানা গেছে, গত চার জানুয়ারি ইসলামপুর থানার কাজিরা ও এলাকার বাসিন্দা মসজিদ রেজা এবং তার পরিবার সেকেন্দ্রাবাদ আগরতলা এক্সপ্রেসে রওনা হয়েছিলেন।

সেকেন্দ্রাবাদ থেকে ট্রেনে উঠে বিহারের কিশান্গঞ্জ রেলস্টেশনে তারা নেমেছিলেন। ট্রেন সফরে দেড় বছরে শিশুর সঙ্গী ছিল এটি খেলনা লরি। কিন্তু নামার সময় রেলগাড়িতে পড়ে যায় ওই খেলনা লরিটি। খেলনা হারিয়ে গেছে টের পেতেই ট্রেন থেকে নামার পর শিশুটি কান্নায় ভেঙে পড়ে।

এদিকে ট্রেনের আসনে খেলনাটিকে পড়ে থাকতে দেখে মন খারাপ হয়ে যায় সহযাত্রী ভূষণ পট্টনায়েকের। তিনি ভাবতে থাকেন কি করে ওই শিশুটিকে ওই খেলনাটি ফেরত দেওয়া যায়। যাত্রাপথে তিনি দেখেছিলেন খেলনাটি সরিয়ে নিলেই শিশুটি কাঁদতে শুরু করছে। শাশুড়ির হাতে তার হারিয়ে যাওয়া খেলাটি ফিরিয়ে দিতে রেল মদদে ফোন করেন ভূষণ।

আরো খবর: নি’র্মী’য়মান ফ্ল্যা’টে ছোট পোশাকে নে’চে ভাইরাল মধুমিতা, রইলো ভিডিও

তার অভিযোগের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি স্টেশনে সেকেন্দ্রাবাদ আগরতলা এক্সপ্রেস পৌছলে কামরা থেকে খেলনা গাড়িটি নামিয়ে নেয় পুলিশ। এরপর বহু চেষ্টার পর মোহিত রেজার নাম এবং ঠিকানা উদ্ধার করে খেলনাটি শুক্রবার ইসলামপুর থানার আলুয়াবাড়ি রোড জংশন স্টেশনে রেল পুলিশের হাতে তুলে দেন নিউ জলপাইগুড়ি রেল পুলিশের আধিকারিকরা।

তড়িঘড়ি আলুয়াবাড়ি রেল জংশনের ওসি বিপ্লব দত্তের নেতৃত্বে খেলাটি ওই ব্যক্তির বাড়িতে দিয়ে আসেন রেল পুলিশের আধিকারিকরা। প্রিয় খেলাটি পেয়ে রেল পুলিশের সামনে খেলতে শুরু করে দেয় শিশুটি। এমন অভিনব খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে উচ্ছসিত হলেন নেট দুনিয়ার বাসিন্দারা।