সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই মু’হূ’র্তে কোথায় আছে ঘূর্ণিঝড় “গুলাব”? দেখে নিন লাইভ অ’ব’স্থা’ন

ক্রমশ শক্তি বাড়িয়ে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ। রবিবার বিকেল ৩টে থেকে ৫টার মধ্যেই এই নিম্নচাপ ঘূর্ণিঝড় গুলাবের রূপ নিয়ে অন্ধ্র-ওড়িশা উপকূলে আছড়ে পড়তে চলেছে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। একদিকে নিম্নচাপ এবং অপরদিকে ঘূর্ণাবর্ত, দুইয়ের প্রকোপে আগামী ১২ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলা দুর্যোগকবলিত হতে চলেছে।

এবারের ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে পাকিস্তান। ঘূর্ণিঝড় গুলাব আগামী ১২ ঘন্টার মধ্যেই বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যে আছড়ে পড়বে। এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়টি রয়েছে উত্তর-পশ্চিম বঙ্গপোসাগরে। বর্তমানে তার গতিবেগ ১৪ কিলোমিটার প্রতি ঘন্টা। আগামী ২৯শে সেপ্টেম্বরের আগেই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। তখন তার গতিবেগ থাকবে ৭০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘন্টা।

আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে, এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়টি গোপালপুর থেকে ৪৭০ কিলোমিটার দূরে এবং কলিঙ্গপত্তনম থেকে ৫৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে। বৃষ্টির কারণে সবথেকে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয় কলকাতাতে। বলতে গেলে জলের তলায় ডুবে যায় গোটা কলকাতা শহর। কাজেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেয়ে আগেই সতর্ক হয়েছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভা শহরের পাম্পিং স্টেশনকে সতর্ক করেছে যাতে ভারী বৃষ্টিপাত শুরু হলে ৭৬টি পাম্পিং স্টেশনের সমস্ত পাম্প চালিয়ে দেওয়া হয়।

এমনিতেই গত সপ্তাহে একটানা বৃষ্টিপাতের দরুন সারা কলকাতা শহর এখনো জলমগ্ন। এই অবস্থায় নতুন করে ঘূর্ণি ঝড়ের সম্ভাবনা সৃষ্টি হওয়াতে আতঙ্কে প্রহর কাটাচ্ছেন কলকাতাবাসী। শনিবার রাত বারোটা থেকে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। দমকল, কেএমসি, পিডব্লুডি দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে। জমা জলে বিদ্যুৎপৃষ্ট হওয়ার ঘটনা বেড়েছে। তাই সিইএসসি এখন আগের তুলনায় অনেক বেশি সতর্ক।