সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৪ কন্যা সন্তানের জ’ন্ম, প্রথম পেলেন মা’তৃ’ত্বে’র স্বা’দ, আনন্দে আ’ত্ম’হা’রা পরিবার

আজকালকার দিনে কোনো মহিলা মা হওয়ার কথা ভাবলে অনেক কিছু সাত পাঁচ ভেবে তবেই মা হওয়ার সিদ্ধান্ত নেয়। আর একটা বাচ্চা জন্ম দিতেই কত বেশি কেয়ার নেয় প্রতিটা দম্পতি। আর সেই জায়গায় এক মহিলা একবারে ৪ সন্তানের জন্ম দিয়েছে বলে জানা যাচ্ছে। এটা যে কেউ শুনলেই অবাক হবেন। কিন্তু এমন ঘটনা আগেও হয়েছে।

তবে এই ঘটনা ঘটেছে বাংলাদেশের জামালপুরের সরিষাবাড়ি উপজেলার। সেখানে বছর ২১ এর এক মহিলা নাম আঞ্জুয়ারা বেগম এই ৪ সন্তানের জন্ম দিয়েছেন। এই ৪ কন্যাসন্তানের ওজন যথাক্রমে ১ কেজি ৮০০ গ্রাম, ১ কেজি ৭০০ গ্রাম, ১ কেজি ৬০০ গ্রাম ও ১ কেজি ৪০০ গ্রাম এবং প্রতিটা বাচ্চাই সুস্থ রয়েছে বলে জানিয়েছেন ডাক্তারের।

তাদের এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে। সুস্থ রয়েছেন মা ও বাচ্চা সকলেই। বাড়িতেই তাই খুশির আমেজ। আতাউর রহমান বাবু নামে এক যুবকের সঙ্গে ৬ বছর আগে বিয়ে হয়েছিল ওই তরুণীর। এই প্রথম বার মা হলেন তিনি। এক সঙ্গে ৪ কন্যাসন্তানের জন্ম দেওয়ায় খুশিতে গোটা পরিবার।

আরো খবর: প্রজাতন্ত্র দিবসে বি’রা’ট চ’ম’ক, LCA PRACHAND পাশাপাশি উ’ড়’বে সাড়ে ৩ হাজার ড্রোন

গত বুধবার প্রসববেদনা হওয়ায় ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। আর এই বৃহস্পতিবারই তিনি সন্তানের জন্ম দেন। অনেকেই এই খবরে অবাক হবেন এক সাথে চার চারটে বাচ্চা! তবে এটা খুব একটা অপ্রত্যাশিত খবর নয়। এর আগেও ২০১৯ সালে ভারতের উত্তরপ্রদেশের গোন্ডা এলাকায় একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিয়েছিলেন এক মহিলা।

গত বছর ওড়িশার এক মহিলাও একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিয়েছিলেন। একসঙ্গে ৪ জনের বেশি সন্তানের জন্ম নেওয়ার দৃষ্টান্তও রয়েছে। গত বছর একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিয়ে নজির গড়েছেন মরক্কোর এক মহিলা। গিনেস বুক অফ ওয়ার্ল্ড এই খবর জানিয়েছিল বলেও জানা গেছে।