সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রজাতন্ত্র দিবসে বি’রা’ট চ’ম’ক, LCA PRACHAND পাশাপাশি উ’ড়’বে সাড়ে ৩ হাজার ড্রোন

প্রতিটা দেশের মতোই ভারতেও প্রজাতন্ত্র দিবসের যথেষ্ট গুরুত্ব রয়েছে। তাই তো এই বছরে আমাদের দেশের প্রজাতন্ত্র যখন ৭৪ বছরে পা দিতে চলেছে তখন বিশেষ আয়োজন তো থাকতেই হবে। আর তাই এই বছর থাকছে বেশ কিছু বড়ো সরো চমক। যেমন এই বছর সবচেয়ে বড় ড্রোন শো দেখা যাবে Beating the Retreat-এ।

আর এই নিয়ে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এবারের ড্রোন শো-তে থাকবে সাড়ে তিন হাজার Unmanned Aerial Vehicle (UAV)। যা গত বারের তুলনায় অনেকটাই বেশি। গত বছর এই শো-তে ব্যবহার করা হয়েছিল এক হাজার ড্রোন (Drone)।

এছাড়াও ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানের দিন দিল্লির ‘কর্তব্য পথ’-র উপর দিয়ে Fly Past-এ প্রথমবার অংশ নেবে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি Light Combat Helicopter Prachand। এছাড়াও Beating the Retreat অনুষ্ঠানে রাগ ভূপালী বাজানো হবে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে।

আরো খবর: আম্বানি পুত্র অনন্ত-র বাগদানের মু’হূ’র্তে উ’ধা’ও হয়ে গেল আংটি! র’হ’স্য সমা’ধা’নে এগিয়ে এ’লো পোষ্য

শুধু তাই নয় এই অনুষ্ঠান ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী থেকেই শুরু হয়ে যাবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে। Beating the Retreat-র অনুষ্ঠান হবে ২৯ জানুয়ারি। ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীর প্রয়ান দিবসে শেষ হবে অনুষ্ঠান। এছাড়াও থাকছে আরো কিছু চমক।

যেমন এই বছর প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে থাকবেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি । তবে এবার VIP আসনের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। প্রতিরক্ষা সচিব গিরধর আরমানে জানিয়েছেন, “এবার মোট আসন সংখ্যা ৪৫ হাজার থেকে কমিয়ে ৩২ হাজার করা হয়েছে।”

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে আরো জানা যাচ্ছে যে, দিল্লির প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আসন পেতে অনলাইন বুকিং করা যাবে মোবাইল ফোন থেকে। এছাড়া ডেস্ক টপ বা ল্যাপটপ থেকেও কেনা যাবে টিকিট। অনলাইন বুকিং করতে হলে লগ ইন করতে হবে www.aamantran.mod.gov.in ওয়েবসাইটে। লগ ইন হয়ে গেলে রেজিস্ট্রেশনের ফর্ম আসবে সেখানে।

অললাইন বুকিংয়ের জন্য পূরণ করতে হবে ওই ফর্ম। এর জন্য জন্মের তারিখ থেকে শুরু করে মোবাইল ফোন নম্বর-সহ যাবতীয় তথ্য দিতে হবে। দিতে হবে বাড়ির ঠিকানা, ছবি ও পরিচয়পত্রের তথ্য। ফোনে একটা ওটিপি যাবে ওটা দিলেই বুক করা যাবে এই অনুষ্ঠানে যোগদান করার টিকিট।