সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

একেই বলে ভা’গ্য! ৭ বছর আগে হা’রি’য়ে যাওয়া মানিব্যাগ ফি’রে পেলেন যুবক, কিছুই খোয়া যায়নি!

সাত বছর আগে হারিয়ে গিয়েছিল একটি মানিব্যাগ। তবে দীর্ঘ সাত বছর পেরিয়ে যাওয়ার পর শেষমেষ নিজের মানিব্যাগে ফিরে পেলেন অ্যান্ডি ইভানস নামের 37 বছরের যুবক। এই মানিব্যাগ ফিরে পেতেই চমকে উঠেছেন তিনি।

কারণ সাত বছর আগে তার কাছ থেকে হারিয়ে যাওয়া মানি ব্যাগের মধ্যে যা কিছু ছিল, মানিব্যাগের সঙ্গে সঙ্গে তিনি সেগুলিও ফিরে পেয়েছেন। ওই যুবক জানিয়েছেন 2015 সালের জুন মাসে রাতে একটি লাইভ শো দেখে ট্যাক্সি চেপে বাড়ি ফেরার পথে তিনি মানি ব্যাগটি হারিয়ে ফেলেছিলেন।

বাড়িতে এসে অনেক খোঁজাখুঁজির পরেও মানিব্যাগ পাওয়া যায়নি। ব্যাগের মধ্যে ছিল 134 ইউরো, একাধিক ব্যাংকের ডেবিট কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য সামগ্রী। ব্যাগ ফিরে পাওয়ার জন্য তিনি ওই ট্যাক্সি মালিকের সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু কোনভাবেই ব্যাগটি ফিরে পাওয়া যায়নি।

আরো পড়ুন: PSC ভবনে বি’ক্ষো’ভ চাকরিপ্রার্থীদের, অনেকেই অ’সু’স্থ হ’য়ে পড়েছেন

এরপর যথারীতি হাল ছেড়ে দেন ওই যুবক। তবে ঘটনার সাত বছর কেটে যাওয়ার পর কিছুদিন আগেই তিনি তার ব্যাগ খুঁজে পান। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাকে তার মানিব্যাগ ফেরত পাঠানো হয়েছে।

কিছুদিন আগেই কুরিয়ার সার্ভিসের প্যাকেট খুলে চমকে ওঠেন তিনি। দেখেন তার ব্যাগের মধ্যে সেদিন যা যা জিনিস ছিল তার মধ্যে কিছুই খোয়া যায়নি। তিনি সবকিছু আবার ফিরে পেয়েছেন।

এই ঘটনায় বেশ অবাক হয়েছেন তিনি। মানিব্যাগ ফিরে পেয়ে তিনি তার দাদাকে মেসেজ করেন। সাত বছর আগে মানিব্যাগ হারিয়ে যাওয়াতে তিনি বিপদে পড়েছিলেন। তখন টাকা ধার দিয়ে তাকে সাহায্য করেছিলেন দাদা।

দাদাকে তিনি তার মানিব্যাগের কথা মনে করিয়ে দেন। কুরিয়ারের প্যাকেটে প্রেরকের ইমেইল এড্রেস ছিল। ইমেইল মারফত তাকে ধন্যবাদ জানিয়েছেন ওই যুবক।