সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাতেই নতুন নোটিশ জা’রি করলো রাজ্য সরকার, ধ’রা পড়লেই ৩ মাস! জানুন এখনই

তথ্য সূত্র: বর্তমান পত্রিকা

রাজ্যবাসীর পথসুরক্ষার দিকে এবার দৃষ্টি দেওয়ার জন্য কড়া ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার। এবার থেকে হেলমেট ছাড়া বাইক চালালে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে বাইক চালককে।

Kolkata: 'No helmet, no petrol' rule to impose for 60 days from 8 December  | NewsTrack English 1

সরকারের নির্দেশে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে হেলমেট ছাড়া বাইক চালালেই তিন মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করে দেওয়া হবে। সরকারি নির্দেশ মেনে কলকাতা ট্রাফিক পুলিশ এবার সেই ব্যবস্থাই গ্রহণ করছে।

আরো পড়ুন: গালওয়ান ভ্যালিতে ভারতীয় সেনার তা’ড়া খে’য়ে ৩৮ চীনা সেনা ভে’সে গিয়েছে

উল্লেখ্য নিত্যদিন বেপরোয়া বাইক চালকদের দৌরাত্ম্যে সাধারণ মানুষের জীবনে ঝুঁকি দেখা দিচ্ছে। এই ব্যবস্থা এবার বেপরোয়া বাইক চালকদের বাগে আনতে সাহায্য করবে বলে মনে করছে লালবাজার।

No helmet? No problem, buy it right now

শুক্রবার রাতে কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক অরিজিত সিনহা এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছেন। বেপরোয়া বাইক চালকদের হেলমেট ছাড়া বাইক চালাতে দেখলেই কড়া শাস্তির মুখে পড়তে হবে তাদের।

আরো পড়ুন: স্ব’প্নে কোনোদিন ঝাঁটা দেখেছেন? এটি শুভ না অশুভ জে’নে নিন

উল্লেখ্য ট্রাফিকের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসারদের বেপরোয়া বাইক চালকদের লাইসেন্স সাসপেন্ড করার ক্ষমতা দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। কলকাতার রাস্তায় অনভিপ্রেত দুর্ঘটনা এড়াতে নড়েচড়ে বসেছে প্রশাসন। তাই এবার প্রশাসনিক নির্দেশ মেনে শাস্তি আরও কড়া হতে চলেছে।