সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গরম পড়তেই ক’রো’না’র সং’ক্র’ম’ণ বা’ড়’ছে, নতুন করে ৫ টি উপসর্গ নিয়ে চি’ন্তি’ত সকলেই!

গত কয়েকদিন ধরে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। গত দুই দিনে বেশি আক্রান্তের সংখ্যা পেরিয়ে গিয়েছে পাঁচ হাজার। সংক্রমণের মৃতের খবর সামনে এসেছে। তারপর থেকেই নড়েচড়ে বসেছে স্বাস্থ্য মন্ত্রক । তবে কি এবার করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়তে চলেছে গোটা দেশে? গরম পড়তেই করোনার বাড়ন্ত!

এখনো পর্যন্ত বেশ চিন্তিত স্বাস্থ্য দপ্তর! যদিও এই সংক্রমণ মোকাবিলায় সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। করা হয়েছে উচ্চ পর্যায়ের বৈঠক তা সত্ত্বেও সব রকম ভাবে নীতি-নির্দেশিকা মেনে চলার আবেদন জানানো হয়েছে সাধারণ মানুষকে।

উদ্বেগের কোনো কারণ না থাকলেও সুরক্ষিত থাকতে হবে সকলকে। দেশের অন্যান্য শহরের মতন কলকাতার পরিস্থিতিও কিন্তু বেশ জটিল। কিছু নীতি জারি করেছেন চিকিৎসকরা। সাধারণ সর্দি কাশি গলা ব্যথা হাঁচি কফ, পেশিতে ব্যথা গাটে ব্যথা ইত্যাদি নানান রকম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন সাধারণ মানুষ।

আরো খবর: পাকিস্তানকে পা’ত্তা না দিয়ে কাশ্মীরেই G-20 সম্মেলন, নিজেদের সি’দ্ধা’ন্তে অ’ন’ড় কেন্দ্র

কারোর কারোর ক্ষেত্রে আবার শ্বাস নিতে অসুবিধা বমি ডায়রিয়া ত্বকের ফুসকুড়ি এমন নানান উপসর্গ দেখা যাচ্ছে। হঠাৎ করে কারোর পা ফুলে যাচ্ছে। আর এই সবই কিন্তু করোনার লক্ষণ। কেউ কেউ বলছেন দুদিন ধরে জ্বর গলা ব্যথা পেটে ব্যথা মাথাব্যথার মতন উপসর্গ চোখে পড়ছে।

চিকিৎসকরা বলছেন গণপরিবহনে যাতায়াত করলে অবশ্যই মাস্কর ব্যবহার করতে হবে। সেই সঙ্গে বাইরে থেকে এসে পোশাক বদলে নেওয়া খুবই জরুরী বাইরে কোন খাবার খাবার আগে ব্যবহার করুন স্যানিটাইজার।